• মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী বঙ্গের ভোটার
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও কলকাতা: মহারাষ্ট্রের সোলাপুর জেলা পরিষদ নির্বাচনের বিজেপি প্রার্থী বীরভূমের দুবরাজপুর বিধানসভার ভোটার! তাঁর নাম উজ্জ্বলা বুরুঙ্গলে। তিনদিন আগেই, গত ২১ জানুয়ারি তিনি সোলাপুর জেলা পরিষদের এখতপুর আসনের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অথচ শুধু উজ্জ্বলা নন, তাঁর স্বামী আপ্পা শংকর বুরুঙ্গলের নামও জ্বলজ্বল করছে দুবরাজপুর বিধানসভার ২০২৫ সালের ১৯৪ নম্বর পার্টের ভোটার তালিকায়। সেখানে ক্রমিক নম্বর ৩৬৭-তে নাম রয়েছে উজ্জ্বলার এবং ৭৬৬ নম্বরে আপ্পার। বঙ্গে এসআইআর পর্বে ইনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন এই মারাঠি দম্পতি। হিয়ারিংয়ের নোটিসও পেয়েছেন দু’জনে। উজ্জ্বলার স্বামী আপ্পা শুনানিতে হাজির পর্যন্ত হয়েছিলেন। উজ্জ্বলা অবশ্য আসেননি। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই তাঁর সাফাই, ‘আমরা দীর্ঘদিন ধরে দুবরাজপুরের বাসিন্দা। তবে মহারাষ্ট্রের ভোটার। ভুল করে এখানে নাম উঠে গিয়েছে। নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছি।’ ‘বহিরাগত’দের বাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে ভোট চুরির চেষ্টা চালাচ্ছে বিজেপি—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে সত্য, দুবরাজপুরের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে রাজনৈতিক মহলের বক্তব্য। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যম সহ নানা ক্ষেত্রে ব্যাপক প্রচার শুরু হয়েছে। মুখরক্ষার চেষ্টা শুরু করেছে বিজেপিও। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহার কথায়, কীভাবে দু’রাজ্যের ভোটার তালিকায় নাম রইল, কমিশন তা খতিয়ে দেখুক। কেউ জেনেশুনে ভুল করলে, আইন মেনে ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি নিয়ে আক্রমণ শানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। দলের শহর সভাপতি স্বরূপ ভট্টাচার্যের অভিযোগ, ‘বিজেপি জানে আসন্ন বিধানসভা ভোটে ওরা জিততে পারবে না। তাই ভিনরাজ্য থেকে ভোটার আমদানি করে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। সরাসরি সংবিধানের উপর আঘাত হানছে বিজেপি।’
  • Link to this news (বর্তমান)