• আবার রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পুলিশি বাধা উড়িয়ে গার্ডরেলে ধাক্কা, গ্রেপ্তার চালক
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফোর্ট উইলিয়ামের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসছে নীল রঙের সেডান। এদিকে রেড রোডে তখন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলছে পুরোদমে। সেনাবাহিনীর দুর্গের ‘স্বর্নিম বিজয় দ্বার’-এর সামনে বিপজ্জনক গতির গাড়িটিকে আটকানোর চেষ্টাও করেন কলকাতা পুলিশের অফিসাররা। কিন্তু উর্দিধারীদের বাধার মুখে পড়ে গতি আরও বাড়িয়ে দেন চালক। ফলে সটান কুচকাওয়াজের মধ্যে ঢুকে পড়ে নীল সেডান। আতঙ্ক ছড়ায় গোটা রেড রোডে। ১০ বছর আগের কুচকাওয়াজের সেই মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি ফিরে আসে। যদিও শনিবার বেপরোয়া গতির গা঩ড়িটি পালাতে না পেরে ধাক্কা দেয় রেড রোডের গার্ড রেলে। দুমড়ে-মুচড়ে যায় বিলাসবহুল গাড়িটির সামনের অংশ। দ্রুত ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের টিম। গাড়িটিকে আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালক আরমান আগরওয়ালকে।কাল, সোমবার সাধারণতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে শনিবারই ছিল ‘ড্রেস রিহার্সাল’ বা কুচকাওয়াজের চূড়ান্ত প্রস্তুতি। তার জেরে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রেড রোডে সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে, তা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। ১৪ জানুয়ারি এনিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রাফিক বিভাগ। সেই মোতাবেক এদিন নেতাজি মূর্তি ও তার বিপরীত প্রান্ত— দু’দিকেই পুলিশি প্রহরায় চলছিল মহড়া। আচমকাই খিদিরপুর থেকে রেড রোডগামী একটি গাড়ি দ্রুতগতিতে ঢুকে পড়ে মহড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা দেয় গার্ডরেলে। গাড়িতে একাই ছিলেন চালক। সংঘর্ষের জেরে চালকের এয়ারব্যাগ খুলে যায়। প্রাণে রক্ষা পান তিনি। চালকের বিরুদ্ধে বিপজ্জনক গাড়ি চালানো ও পুলিশি বিধি লঙ্ঘন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়।লালবাজার জানিয়েছে, বিধিভঙ্গকারী গাড়িটির বিমার মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গাড়িটি পরিবেশে দূষণ সৃষ্টি করছে। কয়েক মাস আগেই সেটির পলিউশন সার্টিফিকেটের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির নথিপত্র সঠিক না থাকার জেরেই ভয় পেয়ে যান চালক। তাই দিকভ্রান্ত হয়ে গাড়ি নিয়ে কুচকাওয়াজের মধ্যে ঢুকে পড়েন তিনি। গ্রেপ্তারির পর ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ১ হাজার টাকার বন্ডে আরমানের জামিনের আর্জি মঞ্জুর করেন বিচারক।উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ জানুয়ারি রেড রোডেই কুচকাওয়াজের মহড়া চলাকালীন ঢুকে পড়ে একটি বিলাসবহুল গাড়ি। সেটি ধাক্কা দেয় ভারতীয় বায়ুসেনার এক আধিকারিককে। নাম অভিমন্যু গৌড়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই গাড়িতে ছিলেন প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের দুই পুত্র আম্বিয়া সোহরাব ও সাম্বিয়া সোহরাব।
  • Link to this news (বর্তমান)