নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাসত: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একেবারে শেষ মুহূর্তে সন্দেহজনক ভোটারের তালিকা আপলোড করল নির্বাচন কমিশন। মোট ১ কোটি ৩৬ লক্ষ নাম রয়েছে সেখানে। শনিবার গভীর রাতে বুথভিত্তিক তালিকা পাঠানো হয়েছে ইআরও, এইআরও এবং বিএলওদের কাছে। এর পাশাপাশি ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের তালিকাও পাঠানো হয়েছে জেলায় জেলায়। আজ সেই তালিকা টাঙানো হবে সমস্ত পঞ্চায়েত অফিস ও শহুরে এলাকায় ওয়ার্ড অফিসগুলিতে। যদিও শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ২৪ জানুয়ারি অর্থাৎ শনিবারের মধ্যে রাজ্যের সমস্ত পঞ্চায়েত অফিস ও শহুরে এলাকায় ওয়ার্ড অফিসগুলিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু তা হয়নি। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সময়সীমা কমিশন লঙ্ঘন করছে কি না, আমরা নজর রাখছি। আমাদের কাছে তথ্য এসেছে মাইক্রো অবজার্ভারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে। এটা বেআইনি। অবমাননার প্রসঙ্গ আমরা সর্বোচ্চ আদালতে তুলে ধরব।’কমিশন সূত্রে খবর, লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা দিল্লি থেকে রাজ্যে আসার কথা। শেষ পর্যন্ত শনিবার রাতে তা আপলোড করা হয় কমিশনের ওয়েবসাইটে। জানা যাচ্ছে সেই তালিকা আগে ছাপানো হবে। তারপর তা পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসগুলিতে টাঙানো হবে। যদিও শনিবার সকালে তালিকা প্রকাশ্যে না আসায় ক্ষুব্ধ হন সাধারণ মানুষ। তবে কমিশনের এক আধিকারিকের বক্তব্য, তালিকা প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্ট কোনও সময়সীমা বেঁধে দেয়নি। কমিশন নিজেই শনিবার তা টাঙিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিল। তবে তালিকার কারণে শুনানির কাজ ব্যাহত হবে না। শুনানি যেমন চলছে, তেমনই চলবে।উত্তর ২৪ পরগনার গাইঘাটার ফুলশরা পঞ্চায়েতে আবার এদিন সকালে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর কয়েক মিনিটের মধ্যে তা খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও পঞ্চায়েত অফিসার জানান, তালিকা টাঙানো হয়নি। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, কেন্দ্র থেকে এখনও তালিকা আসেনি। তাই তা টাঙানো হয়নি।