• সময় আসবে যাবে, প্রেম কিন্তু চিরন্তন!
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • এই সময়: স্লো–মোশনে গোলাপের পাপড়ি কি এখনও ওড়ে? ব্যাক গ্রাউন্ডে বাজে—‘পহেলা নশা, পহেলা খুমার’? কথা হচ্ছে প্রেম নিয়ে। শুধু প্রেম অবশ্য নয়, জেন জ়ি-দের প্রেম। তাঁরা কি এখনও মিষ্টি প্রেমে বিশ্বাসী? এ প্রশ্ন নিয়ে হামেশাই আলোচনা হয়। এই প্রশ্ন শনিবার উঠল কলকাতা বইমেলায় ‘এই সময়’–এর প্যাভিলিয়ন—১৯৮ নম্বর স্টলে। এ দিন বিকেলে ‘এই সময়’–এর আলোচনাসভায় এসেছিলেন আপকামিং বাংলা মুভি ‘মন মানে না’–র অভিনেতা–অভিনেত্রীরা।

    আলোচনার অন্যতম মুখ নতুন নায়িকা হিয়া চট্টোপাধ্যায় জেন জ়ি–র প্রতিনিধি। আলোচনা সভায় ছিলেন চিত্র পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং অভিনেতা ঋত্বিক ভৌমিক। আলোচনার শুরু থেকে শেষ নানা প্রেমের নানা শেড নিয়ে কথা হলো, ম্যাট্রি সাইট থেকে ডেটিং অ্যাপ—সব প্রসঙ্গই উঠল। তবে শেষে অবশ্য সকলেই একমত হলেন, গলা তুলে বললেন, প্রেম আদি এবং অকৃত্রিম। সিচুয়েশনশিপ, ন্যানোশিপ সবই আসছে। তবে প্রেম রয়ে গিয়েছে আগের মতোই। জেন জ়ি-র প্রতিনিধিরা সকলেই চান, এক জনই থাক, যে দিনের শেষে হাতে হাত রাখবে, কঠিন সময়ে হাত শক্ত করে ধরে রাখবে।

    হিয়া তো বলেই ফেললেন, ‘প্রেম কিন্তু আগের মতোই মিষ্টি রয়ে গিয়েছে। এখনও প্রেমের পুরুষ সামনে এলে গোলাপের পাপড়ির ওড়াউড়ি শুরু হয়ে যায় মন জুড়ে। ব্যাক গ্রাউন্ডে বাজে প্রেমের গান।’ একমত ঋত্বিকও। তিনি মিলেনিয়াম, তবে মনে করেন, মিষ্টি প্রেম চিরন্তন। মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। তার পরেই নিজের জীবনসঙ্গীকে ঠিক খুঁজে নিচ্ছে।

    তিনি বলেন, ‘একাধিক প্রেম হচ্ছে। হতেই পারে। কিন্তু যখন যাঁর সঙ্গে প্রেম করবে, তখন তাঁকে দিতে হবে ১০০ শতাংশ।’ একই মত রাহুলেরও। তিনি বলেন, ‘নিত্য নতুন টার্ম আসবে, আবার নতুন শব্দ এসে তাকে পিছনে ফেলে দেবে, তবে প্রেম কিন্তু পিছু ছাড়বে না। সে মানুষের পিছু নিয়ে আসছে সেই আদিম যুগ থেকেই। সেই জন্য প্রেমের টান উপেক্ষা আজও অসম্ভব।’

  • Link to this news (এই সময়)