• মোদীর ‘মন কি বাত’, ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল, রবিবার কোন খবরে নজর?
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ১৩০তম পর্ব সম্প্রচারিত হবে। সকাল ১১টায় এই অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    রবিবার ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে রাজ্যের প্রতিটি ব্লকে মিছিল করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের BLA ও কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    রবিবার একাধিক কর্মসূচি রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম বিধানসভায় ৪৬টি জায়গায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বিকেল ৪টের সময়ে কবি কৃত্তিবাস ওঝা-র মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে রানাঘাটে উপস্থিত থাকবেন তিনি।

    শনিবার SIR-এর ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও রাত পর্যন্ত সেই তালিকা প্রকাশিত হয়নি। রবিবার এই তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। SIR সংক্রান্ত খবরে নজর থাকবে।

    টানা ১৭ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। সেতু বন্ধ থাকার কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী গাড়ি ঘুরপথে চলাচল করবে।

    পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দু’টিতে জয় পেয়েছে ভারতীয় দল। বড় রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণরা। অন্য দিকে ODI সিরিজ়ে জিতলেও টি-টোয়েন্টিতে এখনও জয় অধরা কিউয়িদের। রবিবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচে জয় পেলে সিরিজ় জিতবে ভারত। অন্য দিকে সিরিজ় বাঁচাতে হলে জিততেই হবে নিউ জিল্যান্ডকে। তাই রবিবার গুয়াহাটিতে আয়োজিত এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে শুরু ম্যাচ।

  • Link to this news (এই সময়)