• নির্বাচনী ইস্তাহার তৈরির লক্ষ্যে ১১ সদস্যের কমিটি ঘোষণা করল বিজেপি, শীর্ষে তৃণমূল থেকে যাওয়া তাপস
    আনন্দবাজার | ২৫ জানুয়ারি ২০২৬
  • আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার তৈরির জন্য ১১ সদস্যের সঙ্কল্পপত্র কমিটি ঘোষণা করল বিজেপি। শনিবার দলের রাজ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কমিটি তৈরির কথা ঘোষণা করা হল। কমিটির চেয়ারম্যান পদে বসানো হল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়কে।

    তাপসের পাশাপাশি বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে সঙ্কল্পপত্র কমিটিতে রাখা হয়েছে।

    আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিধায়ক অশোক লাহিড়ী। সহ-আহ্বায়ক হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। এ ছাড়াও, সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী দেবজিৎ সরকার কমিটিতে রয়েছেন।

    উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে এখনও অন্তত মাসখানেক দেরি আছে। কিন্তু এর মধ্যেই সঙ্কল্পপত্র কমিটি ঘোষণা করে নির্বাচনী প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল বিজেপি।

    তৃণমূল থেকে আসা তাপসকে কমিটির মাথায় বসানো নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে নানা মহলে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাপস তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেন। বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে লড়েন উত্তর কলকাতা লোকসভা আসনে। জিততে না পারলেও এখনও সক্রিয় ভাবে বিজেপিই করছেন প্রবীণ রাজনীতিক। ফলে এ হেন তাপসকে সঙ্কল্পপত্র কমিটির চেয়ারম্যান পদে বসানো নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দল। বিজেপির যুক্তি, গত দু’বছরে তাপস দলের অনুশাসন এবং সমস্ত সাংগঠনিক রীতিনীতি মেনে একজন শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসাবে কাজ করেছেন। বিজেপির হয়ে গত লোকসভা নির্বাচনে লড়েছেন তিনি। সম্প্রতি তাপস বিজেপির রাজ্য কমিটিতেও গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তাঁকে দলের রাজ্য সহ-সভাপতি করা হয়েছে। ফলে বিজেপির নেতৃত্বের কথায়, তাপস অতীতে কোথায় কোন দল থেকে এসেছেন, সে সব এখন গৌণ। এখন তিনি রাজ্য বিজেপির সহ-সভাপতি এবং একজন প্রবীণ রাজনীতিক— এই পরিচয়টাই মুখ্য। তাই সেই জায়গা থেকেই তাঁকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)