এই সময়, অশোকনগর: সরস্বতী পুজোর দিন নীলবাতি লাগানো গাড়ি এবং বাউন্সার নিয়ে অশোকনগরের দুটি স্কুলে ঢুঁ মেরে হইচই ফেলে দেওয়া ১৬ বছরের কিশোরের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল অশোকনগর থানার পুলিশ।
বাউন্সার এবং গাড়ির চালকদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বাউন্সার ভাড়া নেওয়ার সময়ে ছেলেটি এজেন্সির লোকেদের কাছে সে নিজেকে আয়কর দপ্তরের অফিসারের ছেলে হিসেবে পরিচয় দিয়েছিল। ওই কিশোর জানিয়েছিল, সে শুধু দুটো স্কুলে সরস্বতী ঠাকুর দেখবে। এরপরে সে গাড়ি থেকে নেমে যাবে এবং তাঁর বাবা ওই গাড়িটা নিয়ে বেরোবেন। বাবার নিরাপত্তার জন্যই বাউন্সার ভাড়া নেওয়া হয়েছিল। বাউন্সার এবং চারটি গাড়ি ভাড়া করার জন্য সে অনলাইনে মোট ১৮ হাজার টাকাও পেমেন্ট করেছিল।
সরস্বতী পুজোর দিন ওই কিশোর চারটি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিল। এর মধ্যে নীলবাতি লাগানো গাড়িতে বসেছিল ওই কিশোর।শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাড়িগুলো ভাড়া নেওয়া হয়েছিল। অশোকনগরের একটি এজেন্সির কাছ থেকে অনলাইনে মোট ১০ জন বাউন্সারও ভাড়া করেছিল সে। বাউন্সারদের নিয়ে সে প্রথমে যায় নিজের স্কুলে, যেখানে সে একসময় পড়ত। শিক্ষকদের কাছে গিয়ে নিজেকে আয়কর দপ্তরের অফিসার পরিচয় দেয়। এরপরে অন্য একটি স্কুলে গিয়ে সে একই পরিচয় দেয়। তারপরই ওই কিশোরের কীর্তি প্রকাশ্যে আসে। তা নিয়ে শোরগোল পড়ে যায় অশোকনগরে।
বাউন্সার মুজফ্ফর মল্লিক বলেন, ‘আমরা ভিআইপি’দের ডিউটি করি। একজন আয়কর দপ্তরের অফিসারের নিরাপত্তা দিতে হবে বলেই বুকিং কল এসেছিল। সেই মতো আমরা গিয়েছি। ওই কিশোর যখন আসে, তাঁকে দেখেই আমাদের সন্দেহ হয়েছিল। সে বলল, আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার। তাঁর জন্য সিকিউরিটি লাগবে। ও বলেছিল, শুধু দুটি স্কুলে গিয়ে ঠাকুর দেখে ফিরে আসবে। পরে জানতে পারি, ও আনাদের বোকা বানিয়েছে। আমার কর্মজীবনে এরকম অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি।’
গাড়ির চালক জয় কুণ্ডু বলেন, ‘আমরা গাড়ি চালাই। মালিকের নির্দেশে ডিউটি করি। গাড়ি ভাড়া ছিল সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু তার আগেই ওই কিশোরের জারিজুরি ধরা পড়ে যায়।’
পুলিশ জানতে পেরেছে, কিশোরটি একেবারেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। নিজের কিছু জমানো টাকা ছিল। আর কিছু টাকা সে বাবা, মায়ের কাছ থেকে নিয়েছিল। তা থেকেই ১৮ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করেছিল।’
বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অন্যদের কাছে নিজের গুরুত্ব বাড়াতে ওই কিশোর এই কাজ করেছে। এটাও একটা মানসিক সমস্যা।’