• এসআইআরে হয়রানি, আমরণ অনশনে তৃণমূল নেতা দেবু টুডু
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: 'আমরা মূলবাসী। আমরা অন্যদের থেকে প্রমাণ চাইব। আমরা কোনও কাগজ দেখাব না।' রবিবার জেলাশাসকের দপ্তরে সামনে এসআইআর প্রক্রিয়ায় হয়রানির প্রতিবাদে অনশনে বসছেন দেবু টুডু। তৃণমূল কংগ্রেসের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু জানিয়েছেন, তাঁর সঙ্গে অনশনে বসবেন আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকজন দাপুটে নেতাও। 

    দেবু টুডু অবিভক্ত বর্ধমানের জেলা সভাধিপতি ছিলেন। ছিলেন দলের মুখপাত্র। মাঝেমধ্যেই ঝাঁঝালো বক্তব্যে আক্রমণ করেন বিরোধীদের। এবার বেছে নিলেন গান্ধীবাদী পন্থা।

    দেবু টুডু জানান, এই জেলাতেই ১০ হাজারের উপর আদিবাসী আর তফশিলি মানুষকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। এঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার উপক্রম হয়েছে। তিনি জানান, আদিবাসীরা মূলনিবাসী। তাঁরা কেন কাউকে কাগজ দেখাতে যাবেন? 

    তাই একদিকে সিধু, কানুর মূর্তি, অন্যদিকে নেতাজী মূর্তির পাদদেশে অনশনে বসছেন দেবু টুডু ও তাঁর সঙ্গীরা। দাবি না মেটা অবধি, একেবারে আমরণ অনশন চলবে বলে তিনি জানান।

    অন্যদিকে দেব টুডুর অনশনের খবর পেয়েই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তাঁর দাবি, আদিবাসীদের তেজপাতার মতো ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। তাঁর আরও অভিযোগ, 'দেবু টুডু একজন কুখ্যাত নেতা। নিজের স্বার্থে বাজার গরম করছেন। ওঁদের অসুবিধা না থাকলে কমিশনকে জানাতেই পারেন। কিন্তু কাগজ দেখাব না বলে সেন্টিমেন্ট তৈরির চেষ্টায় লাভ হবে না।'
  • Link to this news (আজকাল)