• প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তায় রেড রোডকে ১৭টি জোনে ভাগ
    আনন্দবাজার | ২৫ জানুয়ারি ২০২৬
  • প্রজাতন্ত্র দিবসে শহরের নিরাপত্তা আরও কঠোর করছে লালবাজার। একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে রেড রোডকে। আগামী কাল, সোমবার সেখানেই প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হওয়ার কথা।

    লালবাজার সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তার কথা ভেবে রেড রোডএবং সংলগ্ন এলাকাকে ১৭টি জ়োনে ভাগ করা হয়েছে। ওই ১৭টি জ়োনকে আবার ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি জ়োনের দায়িত্বে রয়েছেন এক জন করে ডিসি। আর সেক্টরের দায়িত্বে থাকছেন এসি এবং ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারেরা। এ ছাড়াও গোটা শহর জুড়ে দু’হাজারের বেশি পুলিশকর্মীকে মোতায়েন করা হচ্ছে।

    পুলিশ সূত্রের খবর, রেড রোড এবং সংলগ্ন এলাকায় সাতটি পুলিশ পিকেট রাখা হয়েছে।বালির বস্তা দিয়ে দশ জায়গায় বাঙ্কার তৈরি করা হচ্ছে। যেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনী। এ ছাড়াও দশটি নজর-মিনার থেকে চলবেনজরদারি। যা আজ, রবিবার থেকেই শুরু হবে বলে পুলিশ সূত্রের খবর। এক পুলিশকর্তা জানান, শহরের বিভিন্ন জায়গায় নাকাতল্লাশি করতে বলা হয়েছে। হোটেল, অতিথিশালায় কারা আসছেন ও থাকছেন, সে দিকেওথানাগুলিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি, যে সব জায়গায় ছুটির দিনে ভিড় হয় বেশি, সেখানেও নজরদারি চালাতে এবংমোটরবাইকে বাহিনীকে টহল দিতে বলা হয়েছে।

    প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান রেড রোডে হওয়ার জন্য ওই এলাকার বিভিন্ন রাস্তায় সোমবার যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন ভোর থেকে বন্ধ রাখা হতে পারে রেড রোড, ধর্মতলা এবং ময়দানের বিভিন্ন রাস্তা। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যান নিয়ন্ত্রণ বা বন্ধ করা হবে বলে লালবাজার সূত্রের খবর। সেই তালিকায়রয়েছে রেড রোড, খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, আর আর অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস (ইস্ট), হসপিটাল রোড, কুইন্স ওয়ে, লাভার্স লেনের মতো রাস্তা। এ ছাড়া, ওই দিন ধর্মতলা এবং ডালহৌসিমুখী গাড়ি সময় বিশেষে ঘুরিয়ে বিকল্প রাস্তা দিয়ে পাঠানো হতেপারে বলেও পুলিশ জানিয়েছে। আজ, রবিবার থেকে ওই এলাকার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলনিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)