ভারতে চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফেরার পথে রাস্তায় হারিয়ে যাওয়া পাসপোর্ট ফিরে পেলেন এক বাংলাদেশি মহিলা। ওই পাসপোর্ট উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন বনগাঁর এক টোটোচালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে মিতালি দাস চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। কাজ সেরে পেট্রাপোল সীমান্ত দিয়ে ফিরছিলেন। পাসপোর্টটি রাস্তায় পড়ে যায়। চরম উদ্বেগে পড়েন। যে পথে এসেছিলেন, সেই পথেই হন্যে হয়ে খোঁজ শুরু করেন।
এ দিকে, শনিবার সকালে বনগাঁ স্টেশন সংলগ্ন টোটো ইউনিয়নের চালক রাজু মৃধা যাত্রী নিয়ে যাওয়ার সময়ে শহরের হীরালাল মূর্তির সামনে একটি বাংলাদেশি পাসপোর্ট পড়ে থাকতে দেখেন। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি সেটি কাছে রেখে সমস্ত টোটো ও অটো ইউনিয়নকে জানিয়ে দেন।
ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পরে মিতালি স্টেশন সংলগ্ন এলাকায় এসে জানতে পারেন, এক টোটোচালক তাঁর পাসপোর্টটি খুঁজে পেয়েছেন। মিতালি বনগাঁ টোটো ইউনিয়নে গিয়ে প্রয়োজনীয় নথি দেখান। টোটো ইউনিয়নের পক্ষ থেকে পাসপোর্টটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। পাসপোর্ট ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিতালি।
টোটো ইউনিয়নের চালকেরা অনেকে বলেন, বাংলাদেশের কিছু মানুষ ভারত-বিরোধী কথা বললেও আমরা সাধারণ মানুষ হিসেবে পড়শি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।