রবিবার ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতু, রইল বিকল্প রুটের হদিশ
আজ তক | ২৫ জানুয়ারি ২০২৬
ফের আবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। আজ অর্থাৎ রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ থাকছে যান চলাচল। হাওড়া সিটি পুলিশের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতু ও তার সমস্ত র্যাম্প দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই কারণে কলকাতা পুলিশ নির্দিষ্ট ট্রাফিক ডাইভারশন রুটও ঘোষণা করেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, জিরুট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী সব ধরনের যানবাহন, টার্ফ ভিউ থেকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে তারা সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কে পি রোড ধরতে পারে।
জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কে.পি. রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী সব ধরনের যানবাহন, ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে তারা সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারে।
অন্যদিকে, খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পূর্বমুখী সব ধরনের যানবাহন, হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে তারা সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারে।
ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্টের ব়্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতু ব্যবহারকারী কে পি রোডের সব ধরনের যানবাহনকেও কে পি রোডের ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে তারা হাওড়া ব্রিজের জন্য কে পি রোড-রেড রোড ব্যবহার করতে পারে।
উল্লেখ্য বিষয় হল, চলতি বছরের আগস্ট মাস থেকেই পুরোদমে রক্ষণাবেক্ষণের এবং সারাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে বিদ্যাসাগর সেতুতে। যেই কারণে প্রায় প্রতি সপ্তাহতেই রবিবার আংশিক সময়ের জন্য বন্ধ থাকছে এই সেতু। গাড়ি অন্যান্য ব্রিজ দিয়ে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে সাধারণত রবিবার এই কাজ হয়। তবে কিছু কিছু সপ্তাহে শনি এবং রবিবার মিলিয়ে বন্ধ রাখা হয় সেতু।
জানা গিয়েছে, ১৯৯২ সালে উদ্বোধন হয় এই সেতুর। তখন থেকে এই সেতুতে মোট ১৫২টি কেবল রয়েছে। তবে উদ্বোধনের পর থেকে কেবল বদলানো হয়নি বলেই জানা গিয়েছে। আর এত বছর পেরিয়ে সেই কেবল বদলানোর কাজেই হাত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১৯টি কেবল বদলানো হবে। এই কেবল বদলাতে সময় লেগে যায় প্রায় ১ মাস করে। আর সেই কারণেই মাঝে মধ্যেই বন্ধ রাখা হচ্ছে সেতু। মনে করা হচ্ছে, ২০২৬ সালের ৩১ এর মে-এর মধ্যে কাজ শেষ হবে।