নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার সাতসকালে নিউটাউনে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি হলেন এক বাইকচালক। ইকো পার্কের এক নম্বর ও দু’নম্বর গেটের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনা ঘটে। মৃতের নাম ত্রিদিব চৌধুরী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুটারে করে সার্ভিস রোড দিয়ে বিশ্ববাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিলেন ত্রিদিববাবু। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। দেহে আর প্রাণ নেই। ত্রিদিববাবুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।দুর্ঘটনা স্থল থেকে হেলমেট পাওয়া যায়নি। যা থেকে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বাইকচালকের মাথায় হেলমেট ছিল না। তাছাড়া বাইকের গতিও অনেক বেশি ছিল বলে মনে করা হচ্ছে।