• সমবায় সমিতির ভোটের আগের রাতে ধুন্ধুমার নন্দীগ্রামে, বিজেপি-তৃণমূল একে অন্যকে দুষছে
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • নন্দীগ্রামের রানিচক সমবায় সমিতিতে নির্বাচন রবিবার। তার আগে শনিবার রাতে উত্তেজনা ছড়াল। বিজেপি ও তৃণমূল, একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। উভয় পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন। তৃণমূলের দাবি, বিজেপি ভয় পেয়ে এ সব অশান্তি করছে। পাল্টা বিজেপির দাবি, প্রশাসনকে কাজে লাগিয়ে সমবায় দখলের চেষ্টা করছে শাসকশিবির।

    নন্দীগ্রাম-২ ব্লকের রানিচক সমবায় সমিতিতে রবিবার পরিচালন কমিটির ভোট। ৪৫ আসনের এই সমবায় সমিতি। ভোটার রয়েছেন মোট ১ হাজার ৪০ জন। ৮০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এ দিন। ইতিমধ্যেই এখানে পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কারণ, ৪০টিতে প্রার্থী দিয়েছে বিজেপি।

    নন্দীগ্রাম-২ ব্লক তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি ও কোর কমিটির সদস্য রবীন জানার অভিযোগ, ‘বিজেপির লোকেরা শনিবার রাতে তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়ি ভাঙচুর করে, ভোটার-কর্মীদের ভয় দেখায়। খবর পেয়ে আমাদের কর্মীরা গেলে তাঁদের রড, লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। একজনের হাত ভেঙে দিয়েছে। বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে ওদের রাজনৈতিক জমি এখানে নেই। তাই এ সব করছে।’

    পাল্টা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পালের দাবি, ‘প্রতিটা ভোটের আগেই তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করে। শনিবার রাতেও তাই করেছে। তবে মানুষ তার জবাবও দিয়েছে।’ রবিবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

  • Link to this news (এই সময়)