• নিউ টাউনে হেলমেট ছাড়াই বেপরোয়া ভাবে স্কুটি ছোটানোর ভয়াবহ পরিণতি! দুর্ঘটনায় মৃত্যু যুবকের
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • হেলমেট ছাড়াই স্কুটি চালাচ্ছিলেন বছর ২৩-এর যুবক। অভিযোগ, গতিও ছিল অত্যন্ত বেশি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারেন তিনি। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের নাম ত্রিদীপ চৌধুরী। তিনি বাগুইআটির বাসিন্দা।

    স্থানীয়দের অভিযোগ, এ দিন সকালে অত্যন্ত দ্রুত গতিতে নিউ টাউনের ইকো পার্কের এক নম্বর গেট থেকে দু’নম্বর গেটের দিকে সার্ভিস রোড ধরে স্কুটি নিয়ে যাচ্ছিলেন ত্রিদীপ। তাঁর মাথায় হেলমেটও ছিল না। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ডিভাইডারে ধাক্কা দেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রচুর রক্তক্ষরণ হয় তাঁর। তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ জানাচ্ছে, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মীর কথায়, ‘আমরা হেলমেট পরে গাড়ি না চালানো, বেপরোয়া ভাবে গাড়ি ছোটানো থেকে বিরত থাকার জন্য নিয়মিত প্রচার করে থাকি। তার পরেও অনেকের মধ্যে পর্যাপ্ত সচেতনতার অভাব দেখা যাচ্ছে।’ সাধারণ মানুষকে হেলমেট পরে বাইক চালানোর জন্য ফের একবার সতর্ক করেন তিনি।

  • Link to this news (এই সময়)