নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ। ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। জামালদহ ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ দেখান নাবালিকার আত্মীয়রা। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ঘটনার প্রতিবাদে রবিবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে জামালদহ সচেতন নাগরিক মঞ্চ। সকাল থেকে বনধ চলছে এলাকায়। নাবালিকার পাড়ায় বসানো হয়েছে পুলিশ পিকেট। ধৃতকে আজ মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্ত ওই নিযাতিতারই প্রতিবেশী বলে জানা গিয়েছে।
অভিযোগ, ওই নাবালিকা নদীর ধারে গিয়েছিল শনিবার। সেখানেই তাকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। কাউকে কিছু বললে 'চরম পরিণতি' হবে বলে ভয়ও দেখায় বলে অভিযোগ। এলাকারই কয়েক জন ঘটনাটি জানতে পেরে প্রতিবাদে সরব হন। রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকে যান চলাচল। এর পরেই মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ধুন্ধুমার কাণ্ড ঘটে। অবরোধকারীদের সঙ্গে কথা বলার সময়ে ওসি মহম্মদ শাহবাজ ইটের আঘাতে জখমও হন। পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ।
মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে রাতেই শুরু হয় টহল। সকাল থেকেই এলাকার সচেতন নাগরিক মঞ্চের ডাকে চলছে বনধ।