• 'নেগেটিভ ভোটিং, ম্যানিপুলেশন চলছে...,' কার ষড়যন্ত্রের শিকার 'ভানুপ্রিয়া ভুতের হোটেল'? মুখ খুললেন অরিত্র মুখোপাধ্যায়
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৬
  • ২৩ জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন বড়পর্দায় মুক্তি পেয়েছে তিনটি বাংলা ছবি। রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব', অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় 'ভানুপ্রিয়া ভুতের হোটেল' ও চন্দ্রাশিস রায়ের 'বিজয়নগরের হীরে'। 'ভানুপ্রিয়া'র প্রযোজনায় উইন্ডোজ, 'বিজয়নগর'-এর প্রযোজনায় এসভিএফ অন্যদিকে, 'হোক কলরব'-এর প্রযোজনায় শুভশ্রী গাঙ্গুলি। মুক্তির দু'দিনের মধ্যেই নাকি জোর রেষারেষি শুরু হয়েছে টলিপাড়ায়। আর ক্ষতির মুখে পড়েছে উইন্ডোজের 'ভানুপ্রিয়া ভুতের হোটেল'।

    সম্প্রতি, সমাজমাধ্যমে ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় লেখেন, 'আমি একজন নবীন পরিচালক। ভানুপ্রিয়া ভূতের হোটেল আমার চতুর্থ ছবি। ইন্ডাস্ট্রির কোন মানুষের সাথে রাইভেলরি তো দূরের কথা — পরিচিতিও খুব সীমিত। গতকাল বেহালার অজন্তায় হাউসফুল শো। হল থেকে বেরোবার সময় মানুষের হাসি, হাততালি, বাচ্চাদের আনন্দ — সব মিলিয়ে আবেগে ভাসছি। তারপর ফোনটা খুললাম। ঠিক তখনই দেখলাম — বুক মাই শো-এ রেটিং নেমে গেছে। একটার পর একটা নেগেটিভ ভোট, ফেক প্রোফাইল, পরিচিত সেই পুরনো প্যাটার্ন — ম্যানিপুলেশন। অনেক বছর ধরে সহকারী পরিচালক হিসাবে কাজের সূত্রে নেগেটিভ ভোটিং কী, ট্রোল কী, সংগঠিতভাবে কীভাবে একটা ছবির পারসেপশন ভাঙা হয় — এসব আমার অজানা নয়। তবু বলি একটা ছবির পেছনে থাকে বহু মানুষের পরিশ্রম — যাদের অনেকের জীবন একটা ছবির সাফল্যের ওপর নির্ভর করে। রেটিং নামানো খুব সহজ। ফেক আইডি বানানো খুব সহজ। কিন্তু হলভর্তি দর্শকের উচ্ছ্বাস ফেক নয়। আমি জানি, এই পোস্টে কিছু বদলাবে না। কালকেও আবার রেটিং নামতে পারে। আরও ট্রোল আসতে পারে। তবু লিখলাম, কারণ — আমি বিশ্বাস করি, সিনেমা শেষমেশ হলের ভেতরেই জেতে বা হারে। অ্যালগরিদমে নয়।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হল।)

    ম্যানিপুলেশন হয়েছে এই ছবিকে কেন্দ্র করে? ইচ্ছেকৃতভাবে রেটিং কমিয়ে দেওয়া হয়েছে? কিন্তু হঠাৎ 'ভানুপ্রিয়া ভুতের হোটেল'-এর সঙ্গে এমন করছেন কে বা কারা? কাদের দিকে অভিযোগের আঙুল তুললেন অরিত্র মুখোপাধ্যায়? যদিও পরিচালকের পোস্টে এই বিষয়ে তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এর আগেও বহু পরিচালক, প্রযোজক টলিউডের অন্দরের রাজনীতি নিয়ে সরব হয়েছিলেন। তবে এবার সেই রাজনীতির শিকার উইন্ডোজ?

    প্রসঙ্গত, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে দুটি জুটিকে দর্শক দেখছেন। একদিকে রয়েছেন মিমি চক্রবর্তী ও সোহম মজুমদার। অন্যদিকে, বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্ত। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক, শ্রুতি দাস, বিমল গিরি, মানসী সিনহা সহ আরও অনেকে।
  • Link to this news (আজকাল)