• কুল পাড়াকে কেন্দ্র করে বিবাদ, উঠল গুলি চালানোর অভিযোগ, উত্তেজনা কুলতলিতে
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • গাছ থেকে কুল পাড়া নিয়ে অশান্তি। এর জল গড়াল হাতাহাতি পর্যন্ত। আহত হয়েছেন দু’জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। আহত দু’জনের মধ্যে একজনের শারীরিক অবস্থা অপেক্ষাকৃত জটিল। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় যে কোনও ধরনের উত্তেজনা এড়াতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

    ঘটনাটি কুলতলি থানার মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায়। অভিযোগ, এ দিন এলাকার বাসিন্দা নাজমুল হক মোল্লা এবং হাকিমুল মোল্লার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, এলাকারই অন্য বাসিন্দা রফিকুল মোল্লার বিরুদ্ধে। তিনি কয়েক রাউন্ড গুলি চালিয়েছেন বলেও অভিযোগ। জানা গিয়েছে, নাজমুল এবং হাকিমুল কুল পাড়তে গিয়েছিলেন। আর তা নিয়েই রফিকুলের সঙ্গে তাঁদের বিবাদ শুরু হয়। যদিও নির্দিষ্ট কী কারণে তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল, তা এখনও অস্পষ্ট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

    জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত গুলি চলার কোনও প্রমাণ মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।

  • Link to this news (এই সময়)