• নন্দীগ্রামে জয় তৃণমূলের, তবে ভোটের আগে-পরে ধুন্ধুমারও
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • নন্দীগ্রামের রানিচকে ভোটের আগে অশান্তি। ভোটের ফল প্রকাশের পরেও সেই একই ধুন্ধুমার পরিস্থিতি। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের রানিচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। তৃণমূল জেতে। ভোট মিটতেই তুমুল অশান্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি হাতে মাঠে নামতে হয় পুলিশকে।

    সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন হয় রানিচকে। রানিচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির মোট ৪৫টি আসনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫টিতে জয়লাভ করেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এ দিন ৪০টি আসনের জন্য ভোট হয় রানিচক প্রসন্নকুমার শিক্ষানিকেতনে (উচ্চমাধ্যমিক)।

    সকাল থেকে শুরু হয়ে ভোট চলে দুপুর ২টো পর্যন্ত। বেলা ৩টে থেকে শুরু হয় ভোট গণনা। ৪০টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জেতেন ২২টিতে, বিজেপি সমর্থিত প্রার্থীরা জেতেন ১৮টিতে। অন্য দিকে তৃণমূল সমর্থিতরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন ৫টি আসন। সব মিলিয়ে তৃণমূল ২৭, বিজেপি ১৮। এর আগেও এই সমবায় সমিতিতে জেতেন তৃণমূল সমর্থিতরা।

    তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, ‘নন্দীগ্রামের অধিকাংশ সমবায় নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। কয়েকটি আসন পেয়ে ওরা যে ভাবে উল্লাস করছে, তার ফল বিধানসভা নির্বাচনে পাবে।’

    যদিও নন্দীগ্রাম-২ ব্লক তৃণমূল নেত্রী পুষ্পিতা গিরি জানান, মানুষ যে সঙ্গে আছেন, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বাকি কে কী বলছে, গুরুত্বহীন।

  • Link to this news (এই সময়)