আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে চলছে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব। এবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে এসআইআর প্রক্রিয়ার শুনানিতে তলব করা হল। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে শশী পাঁজার। তা সত্ত্বেও আজ রবিবার তাঁকে শুনানিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, রবিবার দুপুর দুটোয় কেশব অ্যাকাডেমিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শশী পাঁজাকে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে মন্ত্রীর। এনুমারেশন ফর্মেও যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়েছেন তিনি। তাঁর কথায়, অ্যাপের ক্রুটির জেরে ২০০২ সালের তালিকায় তাঁর নাম দেখাচ্ছে না। শুনানির নির্দেশ পেয়েই বিরক্ত প্রকাশ করেছেন মন্ত্রী।
অন্যদিকে তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্যকেও শুনানিতে ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি নিজেই একথা জানিয়েছেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের একাধিক নামী ব্যক্তিত্ব, তারকারাও এসআইআর প্রক্রিয়ার শুনানিতে ডাক পেয়েছেন। সেই তালিকায় রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, জয় গোস্বামী, ক্রিকেটার মহম্মদ সামি, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, তৃণমূল সাংসদ দেব, অভিনেত্রী মিমি চক্রবর্তী।
পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে গর্জে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের হয়রানি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি পাঠিয়েছেন। শুনানি পর্বেও বাংলায় আতঙ্কে মৃত্যুমিছিল জারি রয়েছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার সঙ্গেও সাক্ষাতের জন্য তিনি এই সপ্তাহের শেষের দিকে সময় চেয়েছেন বলে জানা গিয়েছে।