প্রজাতন্ত্র দিবসে মেট্রোর পরিমাণ কমাচ্ছে রেল, প্রথম ও শেষ ট্রেনের টাইম জানুন
আজ তক | ২৫ জানুয়ারি ২০২৬
২৬ জানুয়ারি কলকাতা মেট্রোয় বড় আপডেট। জাতীয় ছুটির দিন হওয়ায় আগামীকাল অপেক্ষাকৃত কম ট্রেন চালাবে কলকাতা মেট্রো। মূলত ব্লু লাইন ও ইয়েলো লাইনের ট্রেন চলাচলের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। সেগুলি কী কী? কোন লাইনে প্রথম মেট্রো সার্ভিস চালু হবে? বুঝে নেওয়া যাক।
কলকাতা মেট্রোর ব্লু লাইনে ২৭২টি ট্রেনের বদলে ১৮২টি (৯১টি আপ+৯১টি ডাউন) ট্রেন চালাবে কলকাতা মেট্রো।
প্রথম সার্ভিস:
শেষ সার্ভিস:
কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে সোমবার ৯২টি (৪৬টি আপ+৪৬টি ডাউন) ট্রেন চালাবে কলকাতা মেট্রো। সাধারণ দিনে এই রুটে মোট ১২০টি পরিষেবা দেওয়া হয়।
প্রথম সার্ভিস
শেষ সার্ভিস
অন্যদিকে, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে এই পরিষেবা স্বাভাবিক থাকবে বলে মেট্রো রেলের জানানো হয়েছে।