• গাড়িতেই কাটছে রাত! তীব্র তুষারপাতে জেরবার মানালি
    বর্তমান | ২৫ জানুয়ারি ২০২৬
  • সিমলা, ২৫ জানুয়ারি: অনবরত তুষারপাত হচ্ছে। দীর্ঘ ৮ কিমি গাড়ির লাইন। ঘন্টার পর ঘন্টা আটকে সব গাড়ি। ফাঁকা নেই একটিও হোটেল। বাধ্য হয়ে গাড়ির ভিতরেই কাটাতে হচ্ছে রাত। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই যানজট ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কোনও সুরাহা নেই। হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালিতে বেড়াতে গিয়ে রীতিমতো বিপাকে পর্যটকরা।অতিরিক্ত পর্যটকের চাপে স্থানীয় হোটেলগুলিতে ঠাসাঠাসি লোক। জায়গা আর নেই বললেই চলে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাহুল এবং স্পিতি জেলায় মোট ২৯২টি রাস্তা বন্ধ। এছাড়া চাম্বায় ১৩২টি, মান্ডিতে ১২৬টি, কুল্লুতে ৭৯টি, সিরমৌরে ২৯টি, কিন্নৌরে ২০টি, কাংড়ায় ৪টি, উনায় ২টি এবং সোলানে ১টি রাস্তায় গাড়ি চলছে না।ইতিমধ্যে হিমাচলপ্রদেশ সরকার রাজ্যজুড়ে আগাম সতর্কতা জারি করেছে। অপরদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ থেকে ২৮ জানুয়ারির মধ্যে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভবনা রয়েছে হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যে।
  • Link to this news (বর্তমান)