• ইকোপার্কে কাছে পথ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা, মৃত এক যুবক
    দৈনিক স্টেটসম্যান | ২৫ জানুয়ারি ২০২৬
  • মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তিনি বাগুইআটি এলাকার বাসিন্দা। ইকোপার্কের এক নম্বর গেট ও দু নম্বর গেটের মাঝে বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তার ফলে পাল্টি খেয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। মাথায় ও বুকে আঘাত লাগে যুবকের। মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন যুবক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয় যুবকের। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)