• নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল প্রার্থীদের বাড়িতে ভাঙচুর, আহত ১২
    দৈনিক স্টেটসম্যান | ২৫ জানুয়ারি ২০২৬
  • রানিচক সমবায় সমিতির নির্বাচনে মোট আসন ৪৫টি। পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল। বিজেপি ৪০টি আসনে প্রার্থী দিয়েছে। ৮০ আজ প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪০ জন। নির্বাচন শুরুর আগেই রাতেই অশান্ত হয়ে ওঠে এলাকা।  তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে গভীর রাতে হামলা চালানোর অভিযোগ।

    বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। লাঠি-বাঁশ নিয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলে। বোমাবাজি হওয়ার অভিযোগ ওঠে। আহত হন ১২ জন। তাঁদের মধ্যে ৫ জনের চোট গুরুতর ছিল।  ১ জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাঁকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল হেরে যাওয়ার ভয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। ঘটনার পর থেকে থমথমে এলাকা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)