• পদ্ম সম্মান পাচ্ছেন ৪৫ জন ‘নীরব যোদ্ধা’, ঘোষণা হলো রাজ্য পুলিশের মেডেলপ্রাপকদের তালিকাও
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • আর্মিডা ফার্নান্ডেজকে অনেকেই চেনেন না। তিনি মুম্বইয়ের শিশু চিকিৎসক। শহরের বুকে এশিয়ার প্রথম ‘হিউম্যান মিল্ক ব্যাঙ্ক’ গড়ে তুলেছেন আর্মিডা। মাতৃহারা সদ্যোজাতদের মুখে মাতৃদুগ্ধ তুলে দেওয়াই তাঁর লক্ষ্য। ২৬ জানুয়ারি তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদিও তা পরে কোনও এক সময়ে সবার হাতে তুলে দেওয়া হয়। আর্মিডা ফার্নান্ডেজের মতো এই দেশ, সমাজের জন্য নীরবে কাজ করে চলেছেন, এমন ৪৫ জনকে পদ্ম সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে এ বছর।

    শিল্প-সংস্কৃতি, ক্রীড়া থেকে সমাজসেবা, বিজ্ঞান-প্রযুক্তি ক্ষেত্রে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ভারতীয় নাগরিকদের পদ্ম সম্মানে ভূষিত করা হয়। এমনকী ভারতের জন্য বিশেষ অবদান রেখেছেন এমন বিদেশি নাগরিকদেরও এই সম্মান দেওয়ার নজির রয়েছে। এই বছর ১৩১ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে।

    এ বছর ‘তারপা’ বাদ্যযন্ত্র শিল্পী ৯০ বছর বয়সি আদিবাসী ভিকল্যা লাদাক্যা ধিন্দা, জম্মু ও কাশ্মীরের সমাজকর্মী ব্রিজ লাল ভাটদেরও এই সম্মানে ভূষিত করা হবে। কেন্দ্রীয় সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘হিমোফিলিয়ার (রক্তপাত বন্ধ না হওয়া) মতো রোগের উপশমে কাজ করা চিকিৎসক থেকে শুরু করে বুন্দেলখণ্ড মার্শাল আর্টের প্রশিক্ষক, আদিবাসী ভাষা ও বিলুপ্তপ্রায় শিল্প সংরক্ষণ থেকে দেশের পরিবেশ ও সম্পদ রক্ষায় নিরলস কাজ করে চলা এই সব সম্মানপ্রাপকরা নিঃশব্দে ভারতমাতার সেবায় কাজ করে চলেছেন।’

    অন্য দিকে, দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন এমন পুলিশ অফিসারদেরও ২৬ জানুয়ারি বিশেষ সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি। এ বছর মেরিটোরিয়াস সার্ভিসের জন্য রাজ্য পুলিশের ২০ জন অফিসারকে বেছে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মা, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ ওয়াকার রাজা প্রমুখ।

    এ ছাড়া ডিস্টিঙ্গুইশড সার্ভিস মেডেলের জন্য ২ জন অফিসারকে বেছে নেওয়া হয়েছে। তাঁরা হলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ দেবব্রত সরকার, ডেপুটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ রাম কুমার মণ্ডল। তবে বিশেষ সাহস বা বীরত্বের জন্য গ্যালান্ট্রি মেডেলের জন্য রাজ্য পুলিশের কোনও অফিসারের নাম নেই তালিকায়।

  • Link to this news (এই সময়)