• ‘হরেকমাল—যা লাগবে বেছে নিন’, মাথায় নথি বোঝাই ট্রাঙ্ক নিয়ে শুনানিতে হাজির নন্দীগ্রামের বাসিন্দা
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্য জুড়ে চলছে SIR-এর শুনানি প্রক্রিয়া। নথি নিয়ে ভোটারদের হাজির হতে হচ্ছে শুনানি কেন্দ্রে। অনেক জায়গায় হয়রানির অভিযোগও উঠেছে। তবে এ বার অদ্ভুত দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের একটি শুনানি কেন্দ্রে। রবিবার নথি বোঝাই একটি ট্রাঙ্ক মাথায় করে সটান শুনানি কেন্দ্রে হাজির হলেন এক ভোটার।

    নন্দীগ্রাম-১ ব্লকের কেন্দ্যামারী জলপাই গ্রাম পঞ্চায়েতের ২৩০ নম্বর বুথের বাসিন্দা শেখ সইফুদ্দিন (৬০) হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন। তাঁর সাতজন ছেলেমেয়ে। রবিবার তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। ঠিক কী নথি লাগবে, সেটা বুঝতে না পেরে একটি ট্রাঙ্ক মাথায় করে স্থানীয় পঞ্চায়েত অফিস (শুনানি কেন্দ্রে) হাজির হন সইফুদ্দিন।

    তাঁর বক্তব্য, ‘আমার বাড়িতে যা নথি রয়েছে, সব নিয়ে এসেছি। ওদের যেটা লাগবে, সেটা এখান থেকে বেছে নিতে পারবে। এত কাগজ কী করে আনব, সেই কারণেই গোটা ট্রাঙ্ক মাথায় করে নিয়ে এসেছি।’ যদিও বিষয়টি নিয়ে উপস্থিত নির্বাচনী আধিকারিকরা কোনও কথা বলতে চাননি।

    তবে এই দৃশ্য দেখে হইচই পড়ে যায় শুনানি কেন্দ্রে। অনেকেই মাথায় ট্রাঙ্ক নিয়ে শুনানির লাইনে দাঁড়িয়ে থাকা সাইফুদ্দিনের ছবি তোলা শুরু করে দেন। শুরু হয় রাজনৈতিক বাদানুবাদও। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সামসুল ইসলাম বলেন, ‘SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। হয়রানি হাত থেকে বাঁচতেই এই ধরনের ঘটনা ঘটছে রাজ্য জুড়ে।’ অন্য দিকে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য অভিজিৎ মাইতি বলেন, ‘তৃণমূল SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে অশান্তি ছড়াচ্ছে। যার কারণেই এই ধরনের ঘটনা তৃণমূলের মদতে কিছু মানুষ করে চলেছে।’

  • Link to this news (এই সময়)