• বাংলা থেকে পদ্মশ্রীর তালিকায় ১১ জন, কারা পাচ্ছেন এই সম্মান?
    এই সময় | ২৫ জানুয়ারি ২০২৬
  • প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের তালিকা প্রকাশিত হলো। মোট ১৩১ জন সম্মান প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ১১ জন।

    পদ্মবিভূষণ, পদ্মভূষণ তালিকায় পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রাপকদের নাম নেই। তবে এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অশোককুমার হালদার (সাহিত্য ও শিক্ষা), গম্ভীর সিং ইয়োনজ়োন (সাহিত্য ও শিক্ষা), হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) (শিল্পকলা), জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা), কুমার বোস (শিল্পকলা), মহেন্দ্রনাথ রায় (সাহিত্য ও শিক্ষা), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শিল্পকলা), রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা), সরোজ মণ্ডল (মেডিসিন), তরুণ ভট্টাচার্য (শিল্পকলা), তৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা)।

    সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কালনার বাদলার নোয়ারার বাসিন্দা রবিলাল টুডু। ২০২২ সালে রাজ্য সরকার তাঁকে বঙ্গভূষণ পুরস্কার দেয়। ছাত্রজীবন থেকে নাটক লেখা, অভিনয়ও করেছেন তিনি। বিরসা মুন্ডার জীবনী নিয়ে লেখা বই ‘বীর বিরসা’ তাঁকে খ্যাতির আলোয় এনে দেয়।

    বর্ধমানের কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা জ্যোতিষ দেবনাথ। মসলিন শিল্পে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন। সাত বছর বয়স থেকে মসলিনের কাজে যুক্ত তিনি।

    থিয়েটার শিল্পে অকল্পনীয় অবদান হরিমাধব মুখোপাধ্যায়ের। প্রায় ছয় দশক ধরে থিয়েটারে অভিনয়, পরিচালনা, লেখার কাজ করেছেন। বালুরঘাটের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরিমাধব পেলেন পদ্মশ্রী পুরস্কার।

    রসায়নের অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে ন্যানোজিম নিয়ে গবেষণায়।

    সঙ্গীত জগতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অবদান তবলাবাদক কুমার বোসের। বেনারস ঘরানার শিল্পীর পরিবেশন মুগ্ধ করেছে দর্শকদের। এ বার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন তিনি।

    চিকিৎসা জগতে ‘কার্ডিওলজি’ বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ডঃ সরোজ মণ্ডলের।

    সঙ্গীত জগতে বাংলার আরও এক বিশিষ্ট শিল্পী পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। সন্তুর ওস্তাদ তরুণ ভট্টাচার্যকে স্বীকৃতি কেন্দ্রীয় সরকারের।

    কাঁথা স্টিচ হ্যান্ডিক্রাফট নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তৃপ্তি মুখোপাধ্যায়। ২০ হাজারের বেশি মহিলাকে হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য মিলছে পদ্মশ্রী সম্মান। 

    সাহিত্য জগতে বিশেষ অবদান রয়েছে অশোককুমার হালদারের। প্রথম জীবনে রেলের কর্মী ছিলেন। দলিত লেখক হিসেবে তাঁর কৃতিত্ব পেল জাতীয় সম্মান।

    সারা জীবন পাহাড়ের গাছগাছালি নিয়ে চর্চা করেছেন। হিমালয়ের ঔষধি বৃক্ষ নিয়ে চর্চাই তাঁর সাধনা। কালিম্পং কলেজের প্রাক্তন অধ্যক্ষ গম্ভীর সিং ইয়োনজ়োন এ বার পদ্মশ্রী পাচ্ছেন।

  • Link to this news (এই সময়)