• আর জি কর ধর্ষণ-হত্যা মামলার তদন্ত তদারকি, রাষ্ট্রপতির পদক পাচ্ছেন সেই CBI কর্তা
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার মতো স্পর্শকাতর মামলার তদন্ত তদারকির স্বীকৃতি পেলেন CBI-এর জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখর। ২৬ জানুয়ারি, ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ‘রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক’ (President's Medal for Distinguished Service) পাচ্ছেন গুজরাট ক্যাডারের এই IPS অফিসার। ভি চন্দ্রশেখরের তত্ত্বাবধানেই CBI এই মামলায় দ্রুত চার্জশিট পেশ করে। CBI-এর দাবি এর ফলে মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের সাজা নিশ্চিত হওয়ার পথ প্রশস্ত হয়েছে।

    সরকারি নথিতে এই তদন্তকে ‘সফল’ বলা হলেও, নিহত চিকিৎসকের (অভয়া) পরিবার এবং ‘অভয়া মঞ্চ’-এর সদস্যরা এখনও মনে করেন, ন্যায়বিচার পায়নি অভয়া। অভয়ার বাবা-মায়ের অভিযোগ, তড়িঘড়ি চার্জশিট দিয়ে CBI শুধুমাত্র একজনকে দোষী সাব্যস্ত করে তদন্ত শেষ করেছে। কিন্তু ঘটনার নেপথ্যে থাকা ‘বৃহত্তর ষড়যন্ত্র’ বা প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা এখনও রহস্যের আড়ালেই থেকে গিয়েছে।

    এ দিন ভি চন্দ্রশেখর ছাড়াও সাহসিকতা ও বিশেষ সেবার জন্য পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে CBI-এর আরও ৩০ জন আধিকারিকের। ‘রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক’-এর তালিকায় চন্দ্রশেখর ছাড়াও আছেন পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব, অ্যাডিশনাল এসপি মুকেশ শর্মা, সাব-ইন্সপেক্টর প্রমোদ কুমার যাতি, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর চমন লাল এবং হেড কনস্টেবল রামু গোল্লার নাম।

    পাশাপাশি, ‘মেরিটোরিয়াস সার্ভিস’ বা প্রশংসনীয় সেবার জন্য পুলিশ পদক পেয়েছেন ২৫ জন আধিকারিক। এই তালিকায় রয়েছেন ২০০৭ ব্যাচের আইপিএস তথা CBI-এর জয়েন্ট ডিরেক্টর সি ভেঙ্কট সুব্বা রেড্ডি এবং তাঁর ব্যাচমেট সদানন্দ শকররাও দাতে।

    এ ছাড়া ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজ়ার মনমোহন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার বৈদ্যনাথ সামাল ও কৈলাস সাহু এবং DSP রুবি চৌধুরী, মণীশ কুমার উপাধ্যায়, আনমোল সচান, নিশু কুশওয়াহা, অরিজিৎ সিনহার মতো আধিকারিকরাও তাঁদের কাজের স্বীকৃতি পাচ্ছেন।

  • Link to this news (এই সময়)