প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে এইচআইভি সংক্রমিত ইনজেকশন, গ্রেপ্তার মহিলার সহ চার
বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
অমরাবতী, ২৫ জানুয়ারি: প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ কী না করে! কিন্তু অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ঘটনা যেন হার মানাবে অপরাধ জগতের কোনও গল্পকে।প্রাক্তন প্রেমিক বিয়ে করেছেন অন্য মহিলাকে। সেই রাগে তাঁর স্ত্রীকে এইচআইভি সংক্রমিত রক্ত ইনজেকশন কারার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। জালে ধরা পড়েছে এই কুকর্মে জড়িত আরও তিন জন। আক্রান্ত মহিলা পেশায় ডাক্তার বলে জানা গিয়েছে। তাঁর স্বামীও একজন নামকরা চিকিৎসক।প্রাক্তন প্রেমিকের বিয়ে মেনে নিতে পারেননি কুর্নুলের বাসিন্দা বি বোয়া বসুন্ধরা। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তাঁর মধ্যে। টার্গেট করেন প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে। এই কাজে সাহায্য নেন বান্ধবী এবং তার দুই ছেলের।পুলিশ জানিয়েছে, বসুন্ধরার এক বান্ধবী একটি বেসরকারি হাসপাতালে নার্স। নাম কঙ্গে জ্যোতি। গবেষণার ছুতোয় তার সাহায্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এইচআইভি আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে ওই মহিলা। তাতে সাহায্য করে জ্যোতির দুই ছেলে। এর পরে চারজন মিলে তৈরি করে নতুন প্ল্যান।পুলিশ জানিয়েছে, আক্রান্ত মহিলা কুর্নুলের একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। গত ৯ জানুয়ারি দুপুর আড়াইটে মিনিট নাগাদ লাঞ্চ করার জন্য স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বিনায়ক ঘাটের কাছে কেসি ক্যানালের ধারে একটি মোটরবাইক হঠাৎ তাঁকে ধাক্কা মারে। ফলে রাস্তায় পড়ে যান ওই চিকিৎসক। সেই সময় অভিযুক্তরা সাহায্যের নামে তাঁকে অটোতে তুলে দিতে এগিয়ে আসে। সেই মুহূর্তেই বসুন্ধরা সুযোগ বুঝে বিষাক্ত ইনজেকশনটি দেন বলে অভিযোগ। আক্রান্ত মহিলা চিৎকার শুরু করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনার পরদিন আক্রান্ত চিকিৎসকের স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেরা করে সামনে আসে হাড় হীম করা এই অপরাধ।