• ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ, পদ্মশ্রী পাচ্ছেন রোহিত, তালিকায় ১১ বাঙালি
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ২৫ জানুয়ারি: আগামীকাল সাধারণতন্ত্র দিবস তার আগে প্রথা অনুযায়ী এবছরের পদ্ম পুরষ্কার প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিভিন্ন ক্ষেত্রে উল্লেযোগ্য অবদানের জন্য এবছর পদ্ম পুরষ্কার পাচ্ছেন মোট ১৩১ জন। যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৫ জন। ১৩ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ১১৩ জনকে। এবছর মরণোত্তর পদ্ম সম্মান পাচ্ছেন ১৬ জন। সাধারণত প্রতি বছর রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি।এবছর পদ্মবিভূষণ ও পদ্মভূষণ প্রাপকের তালিকায় বাংলা থেকে কেউ নেই। পদ্মশ্রী পাচ্ছেন ১১ জন বাঙালি। মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র। পদ্মশ্রী প্রাপকের তালিকায় আছে অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় ও ক্রিকেটার রোহিত শর্মার নাম।একঝলকে এবছরের বাঙালি পদ্মশ্রী প্রাপকদের তালিকাএবছর বাঙালি পদ্মশ্রী প্রাপকদের তালিকাঅশোক কুমার হালদার (সাহিত্য এবং শিক্ষা)গম্ভীর সিং ইয়নজন (সাহিত্য এবং শিক্ষা)জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা)হরিমাধব মুখোপাধ্যায় (শিল্পকলা)কুমার বসু (শিল্পকলা)মহেন্দ্রনাথ রায় (সাহিত্য এবং শিক্ষা)প্রসেনজিত্ চট্টোপাধ্যায় (শিল্পকলা)রবিলাল টুডু (সাহিত্য এবং শিক্ষা)সরোজ মণ্ডল (চিকিত্সা শাস্ত্র)তরুণ ভট্টাচার্য (শিল্পকলা)ত়ৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা)
  • Link to this news (বর্তমান)