• চাপের মুখে সিদ্ধান্ত বদল, ওড়িশার কোরাপুটে সাধারণতন্ত্র দিবসে আমিষে নিষেধাজ্ঞা প্রত্যাহার
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • ভুবনেশ্বর: সাধারণতন্ত্র দিবসে নিষিদ্ধ আমিষ বিক্রি! শুক্রবার বিজেপি শাসিত ওড়িশার কোরাপুটে জেলা কালেক্টর এমনই নির্দেশ জারি করেছিলেন। আর খাদ্যাভ্যাসে এহেন হস্তক্ষেপের বিরোধিতায় সরব হন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সহ বিভিন্ন মহল। চাপের মুখে পড়ে অবশেষে ভোলবদল। রবিবার বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহার করলেন কালেক্টর মনোজ সত্যওয়ান মহাজন। এর আগে কালেক্টরের নির্দেশ ছিল, ২৬শে জানুয়ারী  সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে জেলায়  মাছ, মাংস, ডিম সহ কোনও ধরনের আমিষ পণ্য বিক্রি করা যাবে না। বিডিও সহ অন্যান্য আধিকারিকদের কঠোরভাবে এই নির্দেশ পালনের নির্দেশ দেওয়া হয়। এর একদিন পরেই নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘যথাযথ বিবেচনার পর আগের নির্দেশটি বাতিল করা হল।’ কালেক্টর জানিয়েছেন, সাধারণতন্ত্র দিবস উদযাপন কমিটির সুপারিশ মেনেই আমিষে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ঘটনায় ওড়িশার বিজেপি সরকারকে একহাত নিয়েছেন কোরাপুটের কংগ্রেস সাংসদ সপ্তগিরি উলাকা । এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমিষে নিষেধাজ্ঞার অসাংবিধানিক নির্দেশটি বাতিল করা হয়েছে।’
  • Link to this news (বর্তমান)