• ভিড় ট্রেনে বচসা, মুম্বইয়ের রেল স্টেশনে অধ্যাপককে কুপিয়ে হত্যা, ধৃত অভিযুক্ত
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • মুম্বই: প্রতিদিনের মতো শনিবারও ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। তখন মালাড স্টেশনে ঢুকছে ট্রেন। গেটের কাছে জমাট ভিড়। ট্রেন থেকে নামতে গিয়ে অধ্যাপক অলোক সিং ও ওমকার একনাথ সিন্ধে নামে এক যাত্রীর বচসা শুরু হয়। এমন তো প্রতিদিনই হয়। তাই কেউ খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু অলোক ও ওমকারের বচসা তুঙ্গে ওঠে। প্ল্যাটফর্মে পা দিয়েই অধ্যাপকের উপর চড়াও হয় ওমকার। ছুরি বের করে কোপ মারতে থাকে সে। রক্তে ভিজে যায় প্ল্যাটফর্ম। ক্ষতবিক্ষত অবস্থায় কাতরাতে থাকেন অলোক। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু অধিক রক্তক্ষরণের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন অলোক।এদিকে, হামলা চালিয়ে ভিড়ের মাঝে চম্পট দেন ওমকার। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ওমকার পেশায় দিনমজুর। পুরো বিষয়টি খতিয়ে দেখছে রেল পুলিশ। রেল স্টেশনে প্রকাশ্যে এভাবে খুনের ঘটনায় রীতমতো আতঙ্কে যাত্রীরা।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বোরিভালি জিআরপি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অভিযুক্ত স্টেশনের ফুট ব্রিজ দিয়ে দৌড়ে পালাচ্ছে। তাঁর পরনে সাদা জামা ও নীল জিন্স। এই ফুটেজ সূত্রেই ভাসাই এলাকা থেকে ওমকারের খোঁজ পায় পুলিশ। পুলিশের বক্তব্য, সাধারণ বচসা থেকে এভাবে নৃশংস হত্যার বিষয়টি বোধগম্য হচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দুজনের মধ্যে কোনও পূর্ব শত্রুতা ছিল কিনা, জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)