• দেশের অন্যান্য রাজ্যেও শীঘ্রই এসআইআর, মন্তব্য জ্ঞানেশের
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে যতই বিতর্ক থাকুক, পিছিয়ে যেতে রাজি নয় নির্বাচন কমিশন। বরং দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এসআইআর হবে। একথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার ছিল ষোড়শ জাতীয় ভোটার দিবস। সেই উপলক্ষ্যে ভিডিও বার্তায় জ্ঞানেশ জানান, ‘স্বচ্ছ নির্বাচন যে কোনও গণতন্ত্রের মেরুদণ্ড। এই লক্ষ্য নিয়েই এসআইআর হাতে নেওয়া হয়েছে। বাকি রাজ্যগুলিতেও খুব শীঘ্র এই প্রক্রিয়া শুরু হবে।’ তাঁর কথায়, ভোটারদের সম্পর্কে নির্ভুল এবং বিস্তারিত তথ্য থাকলে  নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা সম্ভব। সেই ডেটাবেস তৈরির জন্যই এসআইআর করা হচ্ছে। প্রত্যেক যোগ্য ভোটারকে নির্বাচন প্রক্রিয়ায় শামিল করাই এসআইআরের লক্ষ্য। পাশাপাশি অযোগ্যদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।বিহারে ‘সফল’ভাবে এসআইআর সম্পন্ন হওয়ার পরেই দেশের অন্যত্র এই কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন। জ্ঞানেশ বলেন, এখন দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে ২০২৫ সালে কমিশন ৩০টি পদক্ষেপ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসআইআর। প্রথম রাজ্য হিসেবে বিহারকেই বেছে নেওয়া হয়। তাঁর দাবি, ‘বিহারের অভিজ্ঞতা উৎসাহের। চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে একটিও আবেদন জমা পড়েনি। এতে নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা এবং বিশ্বাসযোগ্যতাই প্রতিষ্ঠিত হয়।’ বিহার প্রসঙ্গে তিনি আরও বলেন, ১৯৫১ সাল থেকে সর্বাধিক ভোটদানের হার ছিল গত বছর। ২০২৫ সালে ৬৭.১৩ শতাংশ ভোটার নির্বাচনে অংশ নেন। মহিলাদের অংশগ্রহণও ছিল সর্বাধিক। ৭১.৭৮ শতাংশ মহিলা ভোট দেন।
  • Link to this news (বর্তমান)