• শান্তির বার্তা দিচ্ছে ভারত: রাষ্ট্রপতি
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন প্রান্তেই এখন দানা বাঁধছে উত্তেজনা। এই পরিস্থিতিতে সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে ভারত। মানব সভ্যতার ভবিষ্যত সুরক্ষিত রাখতে শান্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে একথা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার তাঁর ভাষণে উঠে এসেছে অপারেশন সিন্দুর, মহিলাদের ক্ষমতায়ন সহ একাধিক বিষয়। সেইসঙ্গে দেশের আর্থিক ক্ষেত্রে অগ্রগতি, বন্দেমাতরম প্রসঙ্গও। রাষ্ট্রপতি বলেছেন, বন্দেমাতরম ধ্বনি ভাষার সীমা ভেঙে স্বাধীনতা সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করেছিল। তিনি দেশের নিরাপত্তা রক্ষায় দায়বদ্ধতার বিষয়ে বলতে গিয়ে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা এই সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে।
  • Link to this news (বর্তমান)