চেন্নাই: এ বছরই তামিলনাড়ুতে বিধানসভা ভোট। সেখানে এককভাবেই লড়বে তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে)। এমনই ঘোষণা করলেন দলের সুপ্রিমো বিজয়। অভিনেতা থেকে রাজনীতিতে আসা দক্ষিণী সুপারস্টারের ব্যাখ্যা, বর্তমান শাসক দল ডিএমকে কিংবা বিরোধী এআইএডিএমকে—কেউই সরকার গঠনের যোগ্য নয়। তাই আগামী বিধানসভা নির্বাচনে এককভাবেই এই দুই দলের বিরুদ্ধে লড়বে টিভিকে। রবিবার মহাবলীপুরমে এক জনসভায় যোগ দিয়েছিলেন বিজয়। সেখানে তিনি জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা শুধু ভোট নয়, গণতন্ত্রের লড়াই। আপনারাই সেনাপতি হয়ে সামনে থেকে এই যুদ্ধকে নেতৃত্ব দেবেন। বিজয়ের দাবি, এআইএডিএমকে ইতিমধ্যেই বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে। ডিএমকেও ঘুরপথে সেই একই পদক্ষেপ নিচ্ছে। যারা একসময় তামিলনাড়ু শাসন করেছে বা করছে, তারাই এখন বিজেপির নিয়ন্ত্রণাধীন। তাই তাদের আর দরকার নেই।