এক বছর পার, দিল্লিতে চালুই হল না বিজেপির ‘লক্ষ্মীর ভাণ্ডার’
বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: ফের প্রকাশ্যে বিজেপির জুমলা। সরকারে এলে মহিলারা মাসে মাসে ২৫০০ টাকা করে পাবেন, দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু ভোটে জিতে বেমালুম সেই প্রতিশ্রুতি উধাও! প্রকল্প চালু হয়, বাজেটে বরাদ্দও করা হয় টাকা। কিন্তু একজনের অ্যাকাউন্টেও পৌঁছায়নি রেখা গুপ্তার সরকারের সেই আর্থিক ‘সাহায্য’।‘লক্ষ্মীর ভাণ্ডার’। রাজ্যের মহিলাদের মাসে মাসে আর্থিক সাহায্যের এই প্রকল্প সর্বপ্রথম শুরু হয় পশ্চিমবঙ্গে। পরবর্তীকালে বিভিন্ন রাজ্যের সরকারকে এই মডেল অনুসরণ করতে দেখা যায়। দিল্লিতে মহিলাদের মাসে মাসে ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশী। যদিও বাদ রাখা হয় করদাতা, সরকারি কর্মচারী এবং সরকারের কাছ থেকে আগে থেকেই আর্থিক সহায়তা পান এমন মহিলাদের। পালটা হিসাবে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির সমস্ত মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্যের ঘোষণা করে বিজেপি। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে জিতে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ নামে প্রকল্প চালু করেন বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বাজেটে এই প্রকল্পের জন্য প্রায় ৫,১০০ কোটি বরাদ্দও করা হয়। পরিকল্পনা অনুযায়ী, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠানোর কথা ছিল। কিন্তু তা এতদিনেও বাস্তবায়িত হয়নি। সূত্রের দাবি, প্রশাসনিক প্রস্তুতি, যোগ্যতা নির্ধারণ, উপভোক্তাদের তালিকা তৈরি, অনলাইন পোর্টাল চালু এবং যাচাই সংক্রান্ত কাজ এখনও অসম্পূর্ণ। সমস্যা মেটাতে গত একবছরে চার বার বৈঠক সেরেছে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কমিটি। কিন্তু তাতেও প্রশাসনিক লাল ফিতের ফাঁস আলগা হয়নি। ফলে অর্থ বরাদ্দ করা হলেও কারও অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি। যদিও বিতর্কের মুখে পড়ে সরকারের দাবি, প্রকল্পটি এমনভাবে চালু করা হবে যাতে প্রকৃত উপভোক্তারাই সুবিধা পান। তবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি সরকার।বিষয়টা নিয়ে বিজেপিকে তুলোধোনা করেছে তৃণমূল। ‘এক্স’ হ্যান্ডলে জোড়াফুল শিবিরের কটাক্ষ, ‘নির্বাচনের আগে বিজেপির গায়ে থাকে ভেড়ার চামড়া। জয় নিশ্চিত হয়ে গেলে, ভিতর থেকে হিংস্র নেকড়ে বেরিয়ে আসে।’