• পদ্ম সম্মানেও ভোটের অঙ্ক? উঠছে প্রশ্ন
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘পদ্ম’ পুরস্কারের মাধ্যমে কি বিজেপি-বিরোধী রাজ্যে পদ্ম ফোটানোর স্বপ্ন দেখছেন মোদি? সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণায় ওয়াকিবহাল মহলে উঠছে প্রশ্ন। বাংলার ১১ জন গুণীকে পদ্ম সম্মানে ভূষিত করছে কেন্দ্র। তার মধ্যে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিকিৎসক সরোজ মণ্ডল প্রমুখ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ দেওয়া হচ্ছে কেরলের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী সিপিএমের ভি এস অচ্যুতানন্দনকে। সামনেই কেরলে ভোট। তাই মালিয়ালিদের মন জয়ই কি মোদি সরকারের টার্গেট? প্রশ্ন রাজনৈতিক মহলে। পদ্মবিভূষণ পাওয়া সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে টি থমাস ও পি নারায়ণনও কেরলের মানুষ। এবার পদ্ম পুরস্কারে কেরল থেকে আটজনকে বাছা হয়েছে। এর মধ্যে অভিনেতা মামুট্টি, শিক্ষাবিদ  ভেল্লাপাল্লি নেতাসান পাচ্ছেন পদ্মভূষণ। একইভাবে তামিলনাড়ুর ১৩ জন গুণীকে দেওয়া হচ্ছে পদ্ম পুরস্কার। সব মিলিয়ে মোট পাঁচজনকে পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৪ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে। যার মধ্যে ১৯ জন মহিলা।
  • Link to this news (বর্তমান)