মঙ্গল ঘোষ ,পুরাতন মালদহ: প্রায় একশো বাইশ বছর আগের কথা। ব্রিটিশ শাসনকালে পুরাতন মালদহ শহরের সদরঘাটের একেবারে শেষপ্রান্তে যাত্রা শুরু হয় মালদহ কোর্ট স্টেশনের। স্টেশনটি তখন ইবিআর অর্থাৎ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অধীনে ছিল। লোহা এবং কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হয়েছিল যাত্রীদের বসার জায়গা। একটি বসার জায়গা সংরক্ষিত করে আজও ওই রেল স্টেশনে অফিস ঘরের বাইরে রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসেবে। তাতে জ্বলজ্বল করছে অতীতের ইবিআর। মালদহ কোর্ট স্টেশনের ম্যানেজার প্রদীপ কুমার রায় বলেন, ১৯০৪ সালে ইংরেজ আমলে তৈরি হয়েছিল কোর্ট স্টেশন। জেলার অনেক পুরনো স্টেশন এটি। জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। আমরা শুনেছি দেশ স্বাধীন হওয়ার আগে কোর্ট স্টেশনে এসেছিলেন স্বয়ং নেতাজী সুভাষচন্দ্র বসু।স্থানীয় রেল সূত্রে জানা গিয়েছে, মালদহ কোর্ট স্টেশন থেকে তখন যাত্রীবাহী ট্রেন চলত। সীমান্তবর্তী হবিবপুরের সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশের রোহনপুর হয়ে ট্রেনগুলি চলে যেত ঢাকা পর্যন্ত। ঢাকা থেকে ট্রেনে অনায়াসে কলকাতা যাওয়ার রুটও ছিল। মালদহ কোর্ট স্টেশন দিয়ে গিয়েছিলেন নেতাজী। দেশ স্বাধীনতা লাভ করার অনেক আগে এই স্টেশনে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। রাতে কিছুক্ষণের জন্য ছিলেন স্টেশনে।