সংবাদদাতা, হলদিবাড়ি: দেড় দশক ধরে বন্ধ সরকারি বাস পরিষেবা। সমস্যায় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দারা। বাম আমলে সাতকুড়া বাজার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুটো বাস পরিষেবা চলছিল। তারমধ্যে একটি বাস সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যেত। অন্যটি হলদিবাড়ি ভায়া হয়ে জলপাইগুড়ি যেত। ফলে যাতায়াতের অসুবিধা সম্মুখীন হতে হতো না সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের।তাঁদের অভিযোগ, বাম আমল থেকে সাতকুড়া বাজার থেকে দুটো সরকারি বাস চললেও দীর্ঘ পনেরো বছর যাবৎ সরকারি পরিষেবা পুরোপুরি বন্ধ। ফলে একমাত্র ভরসা হয়ে উঠেছে এখন বেসরকারি গাড়ি কিংবা স্বল্পদূরত্বে যাওয়ার জন্য টোটো। ভাড়া বেশি নিলেও ঠিক সময়মতো গন্তব্য স্থলে পৌঁছনো যায় না। ফলে হয়রানি হতে হয়। স্কুল কলেজ যেতে সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। স্থানীয় বাসিন্দা কলেজ ছাত্র অরবিন্দ রায় বলেন, সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় কলেজে যেতে অসুবিধা হচ্ছে। টোটো, অটো করে ঠিক সময়মতো পৌঁছনো যায় না। মাঝেমধ্যে অপেক্ষা করতে হয়। বাস পরিষেবা চালু হলে অনেটাই সুবিধা হবে। টোটো, ছোট গাড়ির তুলনায় বাসে অনেকটাই কম ভাড়া। আমরা চাই, পুনরায় সাতকুড়া বাজার থেকে সরকারি বাস পরিষেবা চালু করা হোক।আরএক বাসিন্দা মিন্টু সেনের বক্তব্য, আগের তুলনায় দেশ ও রাজ্য অনেকটা এগিয়ে থাকলেও আমরা হলদিবাড়ির মানুষ যাতায়াত ব্যবস্থায় এখনও পিছিয়ে আছি। বাম আমলে রাস্তাঘাট খারাপ থাকলেও যদি সরকারি বাস পরিষেবা চালু থাকতে পারে তাহলে এখন কেন বন্ধ হয়ে আছে। আগে বাড়ি থেকে সরকারি বাসে করে শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে যেতাম। এখন টোটোতে করে আগে হলদিবাড়ি শহরে যেতে হয়। তারপর হলদিবাড়ি থেকে বাস বা ট্রেনে করে শিলিগুড়ি যেতে হচ্ছে। ফলে ভাড়া ও সময় দ্বিগুণ লাগছে। আমরা চাই, দ্রুত সাতকুড়া বাজার থেকে সরকারি বাস চালু করা হোক।যদিও এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এলাকার মানুষের সমস্যার ব্যাপারে আমরা অবগত আছি। আমাদের হাতে বর্তমানে তেমন বাস নেই। কিছুদিনের মধ্যেই ৫৬টি বাস আসবে। তখন বাস চালুর বিষয়টি দেখা হবে। নিজস্ব চিত্র