সংবাদদাতা, ধূপগুড়ি: সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে ভয় বনাম ভরসাকে সামনে রেখে প্রচার কৌশল শুরু করেছে ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় ঝোলানো হয়েছে একাধিক ব্যানার। যেখানে বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক স্লোগান দেখা যাচ্ছে।ব্যানারে লেখা রয়েছে— বিজেপিকে ভোট দিলে কাকা, ডিটেনশন ক্যাম্প একবারে পাকা। পাশাপাশি বন্দি অবস্থায় সাধারণ মানুষের ছবি এবং ডিটেনশন ক্যাম্পের প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। পথচলতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এই ব্যানার।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ময়দানে মানুষের মনে প্রভাব ফেলতেই এই ধরনের প্রচার। একদিকে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে, অন্যদিকে তৃণমূল নিজেদের মানুষ রক্ষাকারী দল হিসেবে তুলে ধরতে চাইছে।তৃণমূলের দাবি, বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে। এমনকী ডিটেনশন ক্যাম্পে পাঠানোর সম্ভাবনাও তৈরি হতে পারে। এই আশঙ্কার কথাই সামনে রেখে ভোটারদের সচেতন করতেই এমন ব্যানার বলে জানিয়েছেন তৃণমূল নেতারে।এই বিষয়ে ধূপগুড়ির তৃণমূল নেতা ধূপগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, বিজেপির রাজনীতির কারণে সাধারণ মানুষ ভয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস বরাবরই মানুষের পাশে রয়েছে এবং থাকবে। মানুষের অধিকার রক্ষাই তাদের মূল লক্ষ্য।অন্যদিকে, তৃণমূলের এই ব্যানার রাজনীতিকে ভিত্তিহীন ভয় দেখানোর রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি। দলের নেতা কমলেশ সিং রায় বলেন, তৃণমূল উন্নয়নের কথা না বলে মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করছে। এনআরসি, সিএএ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও তাঁর দাবি।রাজনৈতিক মহলের মতে, এই ধরনের ব্যানার ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে। আগামী দিনে ধূপগুড়িতে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে। সব মিলিয়ে, ধূপগুড়িতে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। উন্নয়নের পাশাপাশি এবার ভোটের লড়াইয়ে বড় বিষয় হয়ে উঠছে ভয় ও ভরসার প্রশ্ন।