শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে হাঙ্গামার ছক গেরুয়া শিবিরের
বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এসআইআর পর্বে সংগঠনের ভেলকি দেখাতে ব্যর্থ। তাই উত্তরবঙ্গে জমি ধরে রাখতে হাঙ্গামার ছক গেরুয়া শিবিরের! সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও পদ্ম শিবির অভিযোগ অস্বীকার করেছে। তারা পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে। উভয়পক্ষের এমন বাগযুদ্ধে উত্তেজনার পারদ চড়ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ পুলিশের এক অফিসার বলেন, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সোশ্যাল মিডিয়া সহ উত্তরবঙ্গে স্পর্শকাতর এলাকাগুলির উপর নজর রাখা হয়েছে। ভোটের মুখে কোথাও যাতে অশান্তি না ছড়ায়, সে ব্যাপারে প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে। এসআইআরের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভুয়ো ভোটারের নাম কাটার কথা চাউর করে নির্বাচনী ময়দান নিজেদের অবাধ ভূমিতে পরিণত করার কথা ঘোষণা করেছিল পদ্ম শিবির। কিন্তু এখন পর্যন্ত মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটার ছাড়া তালিকা থেকে তেমন কোনও ভোটারের নাম বাদ যায়নি। এমন প্রেক্ষাপটে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহর থেকে আলিপুরদুয়ার সর্বত্র মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূল। তাদের জমাটি সংগঠনের সঙ্গে কার্যত টেক্কা দিতে পারছে না পদ্ম শিবির। অধিকাংশ শুনানি কেন্দ্রে তাদের ক্যাম্প নেই বললেই চলে। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তরবঙ্গের শান্ত শহর শিলিগুড়িতে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়াচ্ছে। কয়েকদিন আগে মাটিগাড়ায় দু’টি গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলমাল হয়। তাতে তৃণমূল ও বিজেপি জড়িয়ে পড়ে। এর আগে মাটিগাড়ায় একটি মোড়ের নাম পাল্টানো নিয়ে উত্তেজনা ছড়িয়ে ছিল। সংশ্লিষ্ট ঘটনাগুলির আগে নকশালবাড়ি ও ফাঁসিদেওয়ায় কয়েকটি হাঙ্গামার ঘটনা হয়। কিছুদিন আগে এনজেপিতে মুর্শিদাবাদের কয়েকজন ফেরিওয়ালাকে মারধর করা হয় বলে অভিযোগ। সংশ্লিষ্ট ঘটনাগুলি নিয়ে দলীয়ভাবে তদন্ত করে চাঞ্চল্যকর রিপোর্ট পেয়েছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, সংশ্লিষ্ট ঘটনাগুলির নেপথ্যে গেরুয়া শিবির। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিবির ভিনরাজ্যের কিছু মাতব্বরকে এখানে নামিয়েছে। তারা এলাকাগুলিতে গিয়ে স্থানীয় কিছু ‘ভক্ত’কে নিয়ে গোলমালের বিষ ছড়াচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের অসম সীমানা সংলগ্ন এলাকায় একই পরিবেশ তৈরি হয়েছে। এজন্য বিজেপির কিছু নেতার উসকানিমূলক বক্তব্যও দিচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের দার্জিলিং জেলার চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল বলেন, শান্ত শিলিগুড়ি মহকুমাকে বিজেপি গোলমাল পাকানোর উসকানি দিচ্ছে। ওদের এমন চেষ্টা আমরা রুখবই।