সৌম্য দে সরকার, মালদহ: পেশায় ইংলিশবাজার পুরসভার বৈদ্যুতিক বিভাগের ইঞ্জিনিয়ার। নেশা ডাকটিকিট সংগ্রহ। ১৯৫টি দেশের পাশাপাশি স্বীকৃতি না পাওয়া বেশকিছু দ্বীপপুঞ্জের নিজস্ব ডাকটিকিটও রয়েছে সেই আকাশ চক্রবর্তীর সংগ্রহে। শুধু ডাকটিকিট সংগ্রহ করাই নয়, সেগুলি নিয়ে রীতিমত চর্চাও করেন তিনি। ডাকটিকিট নিয়ে কথা বলতে গিয়ে একটানা ব্যাখ্যা দিতে থাকেন দেশগুলির বেশকিছু বৈশিষ্ট্য সম্পর্কে। তাঁর এই সংগ্রহ সম্বন্ধে অবগত রয়েছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও। নিজের পুরসভার এই ইঞ্জিনিয়ারের নেশাকে উৎসাহিত করেছেন তিনিও।পুরসভার চারতলায় বসেন আকাশবাবু। জানান, কৈশোর থেকেই ডাকটিকিট সংগ্রহ করার ইচ্ছে পেয়ে বসে। ডাকটিকিট সংগ্রহের জন্য উপার্জিত অর্থে পোস্টাল ডিপার্টমেন্টে একটি বিশেষ অ্যাকাউন্টও রয়েছে তাঁর। মিন্ট এর (অব্যবহৃত) পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবহৃত ডাকটিকিট এবং খামও আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের মাধ্যমে সংগ্রহ করেছেন এই যুবক ইঞ্জিনিয়ার।মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ, জাতীয় শিশু দিবস, মেসোপটেমিয়ার যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সৈনিকদের লড়াই সহ বিভিন্ন ছবি সম্বলিত ডাকটিকিট রয়েছে আকাশবাবুর সংগ্রহে।এছাড়াও রাজা পৃথ্বীরাজ চৌহাণ, কবি প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ডাকটিকিট যত্ন করে নিজের কাছে রেখেছেন তিনি।রয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর আলাপচারিতা কিংবা আন্দামানে প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলনের ছবি সহ দেশের অজস্র ডাকটিকিট।বিদেশি ডাকটিকিটের সম্ভার দেখিয়ে তিনি বলেন, আলবানিয়ার ডাকটিকিটে দেশের নামের জায়গায় লেখা থাকে পোস্ট স্কোয়াপচার, গাম্বিয়ার ডাকটিকিট আবার গোল্ড প্লেটেড। লেবাননের ডাকটিকিটে সে দেশের উচ্চারণে লেখা লেবান। কুকুরের আকর্ষণীয় ছবি সহ নিপ্পন লেখা জাপানের ডাকটিকিটে। কাতারের ডাকটিকিট আবার গোলাকার। আকাশের সংগ্রহে রয়েছে পোপের দেশ ভ্যাটিকানের ডাকটিকিটও। দেশের নাম উল্লেখ না করে শুধুমাত্র রানিদের ছবি সম্বলিত ইংল্যান্ডের ডাকটিকিটও নিজের সংগ্রহে রেখেছেন তিনি।আকাশ বলেন, ডাকটিকিট সংগ্রহ করার নেশা আমার ছোটবেলা থেকেই। কাজের ফাঁকেই এই কাজ করি।পুরসভার চেয়ারম্যান বলেন, মানুষের বিভিন্ন শখ থাকে। এতে চাপ কাটে এবং উদারতা বাড়ে। আমাদের নবীন ইঞ্জিনিয়ার ডাকটিকিট সংগ্রহ করেন, সেকথা জানি। তাঁর এই শখ আরও অনেককে এমন সব কাজে উৎসাহ দেবে। নিজস্ব চিত্র