মহাসড়কের কাজে ধুলোয় জেরবার, মাঝেমধ্যেই আছড়ে পড়ছে ক্ষোভ
বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা–সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কে ধুলোর সমস্যা কিছুতেই মিটছে না। প্রতিদিন ধুলোর সমস্যায় নাজেহাল হচ্ছে পথচলতি মানুষ থেকে শুরু করে রাস্তার পাশের ব্যবসায়ী ও বাড়ির মানুষরা। তাঁদের অভিযোগ, রাস্তার ধুলো উড়ে ঢুকে পড়ছে দোকান, ঘরবাড়িতে। ধুলোয় অতিষ্ঠ হয়ে সম্প্রতি মহাসড়ক অবরোধও করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এর থেকে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন।কয়েকদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষ ট্যাংকার দিয়ে জল দিলেও এখন আর দিচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে ভুক্তভোগীদের। যদি প্রতিবার রাস্তায় নেমে আন্দোলনের পর মহাসড়ক কর্তৃপক্ষ রাস্তায় নিয়মিত জল দেওয়ার আশ্বাস দেয়। কিছুদিন সেই কাজ হলেও পরবর্তীতে যে কে সেই অবস্থা হয়।দুর্ভোগের শিকার বাসিন্দারা বলেন, যেখানে প্রতিদিন অন্তত তিনবার জল দেওয়া বাধ্যতামূলক, সেখানে দুই-তিন দিন পর একবার নামমাত্র জল দেওয়া হচ্ছে। ফলে রাস্তাজুড়ে ধুলোর ভয়াবহতা আরও বেড়েছে। বাসিন্দাদের দাবি, বিশেষ করে ফালাকাটার শিশাগোড় থেকে কিষান মাণ্ডি মোড় পর্যন্ত প্রায় আট কিমি মহাসড়কের কাজ বন্ধ থাকায় ধুলোর সমস্যা ভয়ঙ্কর আকার নিয়েছে। পাশাপাশি চরতোর্সা ডাইভারশনও এখন গর্তে ভরা। বাস, ট্রাক, ডাম্পারের মতো ভারী যানবাহন গেলেই ধুলোর ঝড় ওঠে। এতে স্কুলে যাওয়া শিশু থেকে শুরু করে ব্যবসায়ী ও নিত্যযাত্রী সকলেরই নাজেহাল দশা।ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় রোজ আমাদেরই চলতে হয়। ধুলোর কারণে চোখ জ্বালা করে, শ্বাসকষ্ট হয়, শিশুদের নিয়ে চলাই দুষ্কর। এত অভিযোগের পরও কেন নিয়ম করে জল দেওয়া হচ্ছে না? ফলে তাঁরা পথ অবরোধ করে অন্দোলনে নামেন।যদিও মহাসড়ক কর্তৃপক্ষের দাবি, জল দেওয়া হয়। এই অঞ্চলের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, রাস্তার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।