• ভোরে দক্ষিণ পাটকাপাড়ায় হাতির পাল, আতঙ্ক গ্রামে
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার কাকভোরে ১৯টি হাতির দল আলিপুরদুয়ার-১ ব্লকের দক্ষিণ পাটকাপাড়ায় ঢুকে পড়লে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। হাতির দলটিতে একটি শাবকও ছিল। হাতি তাড়াতে বাসিন্দারা ছোটাছুটি শুরু করে দেন। জলদাপাড়ার চিলাপাতা জঙ্গলের হাতির দলটি কালজানি নদী পেরিয়ে নাথুয়াটারি হয়ে মাঝেমধ্যেই তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের পাটকাপাড়ায় চলে আসে। তাই মনে করা হচ্ছে, এদিন ভোরে দক্ষিণ পাটকাপাড়ায় আসা হাতির দলটি চিলাপাতার জঙ্গল থেকেই এসেছিল।খবর পেয়ে সকালেই চিলাপাতা ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ‘ঐরাবত যান’ নিয়ে দক্ষিণ পাটকাপাড়ায় আসেন। আলিপুরদুয়ার থানা থেকেও বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশ ও বনকর্মীরা গোটা এলাকা কর্ডন করে রাখে। কিন্তু তারপরেও উৎসুক জনতার হাতির দলের ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করার ঘটনায় হাতি তাড়াতে সমস্যায় পড়েন বনকর্মীরা। যদিও তারই মধ্যে ১৬টি হাতি বক্সার পোড়োর জঙ্গলের দিকে যায়। এতে অনেকটাই স্বস্তি ফেরে গ্রামে।কিন্তু একটি শাবক সহ তিনটি হাতি তখনও দক্ষিণ পাটকাপাড়ায় ব্যক্তিগত মালিকাধীন একটি ছোট পরিত্যক্ত চা বাগানে ঢুকে পড়ে। উৎসুক জনতার ভিড়ের কারণে হাতি তিনটি বাগানেই আটকে পড়ে। স্থানীয় বাসিন্দা সুজন হাজরা বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি এলাকায় হাতির পাল। সাহস হয়নি বাইরে যাওয়ার। ফের ঘরে ঢুকে যাই। আইএনটিটিইউসি’র তপসিখাতা অঞ্চল সভাপতি সঞ্জয় মাহাত বলেন, হাতির দলটি এলাকায় কোনও ক্ষতি করেনি। ১৬টি হাতি পোড়োর জঙ্গলের দিকে চলে গেলেও উৎসাহ জনতার ছবি তোলার উপদ্রবে তিনটি হাতি চা বাগানে আটকে পড়েছে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নভজিৎ দে বলেন, হাতির দলটি চিলাপাতার জঙ্গল থেকে এসেছিল। ১৬টি হাতি পোড়োর জঙ্গলে দিকে গিয়েছে। তিনটি হাতি একটি চা বাগানের জমিতে আছে। ওই দলে একটি শাবক রয়েছে। রাতে দলটিকে জঙ্গলে ফেরানো হবে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)