• নেতাজি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঐক্য সম্মিলনি ইউ আর শান্তি ক্লাবের উদ্যোগকে সাধুবাদ
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • উজির আলি, চাঁচল: আটদিনের নেতাজি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আদর্শ ক্লাবকে ০-৫ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঐক্য সম্মিলনি ক্লাব। চাঁচল সদরের কলেজ মাঠে (পাঞ্চালি) উমরপুর রাজাটোলা শান্তি ক্লাবের উদ্যোগে এবছর তৃতীয় নেতাজি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের দল অংশ নিয়েছিল। রবিবার ফাইনালে মুখোমুখি হয় চাঁচল গ্রাম পঞ্চায়েতের দুই প্রতিবেশী খেলেনপুর ঐক্য সম্মিলনি ও নজরুলপল্লী আদর্শ ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের অমল বাস্কে। সর্বাধিক গোলদাতা সনাতন কর্মকার ও টুর্নামেন্ট সেরা হয়েছেন সমীর বেসরা। সেরা গোলকিপার হন অজিত মিনজি।চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ এক লক্ষ ও রানার্সদের ৭০ হাজার টাকা সহ ট্রফি দেওয়া হয়েছে। এদিন মাঠে ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা পরিষদের সদস্য সাইরা বানু, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মহম্মদ সামিউল ইসলাম ও হুমায়ুন কবীর বাজনা। ছিলেন আইনজীবী মোস্তফা কামাল, চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন ও চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মজিবর রহমান সহ পুলিশকর্তারা। এদিন ফাইনালকে ঘিরে এলাকায় উৎসবের মেজাজ তৈরি হয়। দশ হাজারের বেশি মানুষ ফাইনাল দেখতে আসেন বলে দাবি ক্লাবের সদস্য আসমত রানার।আরেক সদস্য রিন্টু সরকার বলেন, প্রতি বছর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এই টুর্নামেন্ট করে থাকি। মহম্মদ টনি বলেন, পুলিশের সহযোগিতায় এবারও নির্বিঘ্নে টুর্নামেন্ট হয়েছে। উমরপুর রাজাটোলা শান্তি ক্লাবের সম্পাদক মোকাদ্দেম হোসেন ওরফে বাবু বলেন, নেতাজি জন্মজয়ন্তী মানে চাঁচলের নেতাজি ফুটবল কাপ। তিন বছর ধরে এই আয়োজন চলছে। এবছরও মানুষের ভালো সাড়া মিলেছে। পরের বার আরও বড় করে টুর্নামেন্ট করা হবে।  ট্রফি হাতে ঐক্য সম্মিলনী।- নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)