• শহরে বর্ষায় জলজমা রুখতে ২৮টি কালভার্টের কাজ শুরু
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরের জল নিকাশি ব্যবস্থা আরও গতিশীল করতে পূর্তদপ্তর ২৮টি বড় নালার ওপর কালভার্ট নির্মাণের কাজ শুরু করেছে। এই কাজ শেষ হলে শহরের যেসমস্ত জায়গায় প্রতিবছর বর্ষার সময় জল জমে সেই জল জমার সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি নিকাশি নালাগুলি থেকে কাদা, বর্জ্য তুলে নেওয়ার কাজও শুরু হচ্ছে এরমধ্যেই।রবিবার শহরের পুলিশ লাইন চৌপথির কালভার্ট পরিদর্শন করেন ১৬  নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ দে ভৌমিক। এই কালভার্টের নীচ দিয়েই শহরের পশ্চিম প্রান্তের জল সুনীতি রোডের হাইড্র্যান্ট হয়ে মিলিটারি ব্যারাকের ভিতর দিয়ে বিবেকানন্দ স্ট্রিট হয়ে তোর্সায় যাবে। অন্যদিকে, থানা চৌপথিতে দু’টি কালভার্ট আছে। যা দিয়ে ভবানীগঞ্জ বাজার ও তার পশ্চিমপারের জল বিএস রোড ক্রসিং, সিলভার জুবিলি রোড পার করে এনএন পার্ক সংলগ্ন নিকাশি নালা দিয়ে ডাবরি মহল্লা, মিলিটারি ব্যারাক হয়ে বিবেকানন্দ স্ট্রিট দিয়ে তোর্সায় যাবে।কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বর্ষার সময় জল জমে। কিছু কিছু এলাকায় বাড়িতে জল ঢুকে যায়। টানা বৃষ্টি হলে কোনও কোনও রাস্তা একহাঁটু জলের নীচে চলে যায়। বিশেষ করে রাজবাড়ির সামনের কেশব রোডে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে। এসব নিয়ে শহরের বাসিন্দাদের মনে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে। সেই কারণেই শহরের মূল ও গলির রাস্তায় থাকা কালভার্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কালভার্টগুলিকে বড় ও উঁচু করে নির্মাণ করা হচ্ছে।অভিজিৎবাবু বলেন, শহরের মধ্যে এতগুলি কালভার্ট নির্মাণের কাজ শেষ হলে বর্ষায় জল জমার সমস্যা অনেকটাই কমবে। রবিবার এই কাজেরই পরিদর্শন করেছি। কাজ ঠিকঠাক গতিতেই চলছে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)