নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে পূর্ব বর্ধমানে অনশনে বসলেন আদিবাসীরা। রবিবার জেলাশাসকের দপ্তরের সামনে নেতাজি মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার নেতা ও কর্মীরা অনশনে বসেছেন। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, নির্বাচন কমিশন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আদিবাসীদের শুনানিতে ডাকার সাহস কীভাবে পাচ্ছে? আমরাই তো এদেশের আদি বাসিন্দা। নির্বাচন কমিশনের কাছে কেন আমরা নাগরিকত্বের প্রমাণ দিতে যাব? যতক্ষণ না ওরা সমস্ত আদিবাসীর নাম ভোটার তালিকায় তুলছে, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। এই সময়ের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।কমিশন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে প্রায় ১০ হাজার এসসি ও এসটি’র নাম নো ম্যাপিংয়ের তালিকায় রয়েছে। তাঁদের নাম তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কালনা, আউশগ্রাম, মেমারি সহ সব এলাকার আদিবাসীদের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। আউশগ্রামের বাসিন্দা মিস্ত্রি টুডু বলেন, আমাদের অধিকাংশের জন্ম বাড়িতেই হয়েছে। জন্ম সার্টিফিকেট নেই। অনেকে প্রাথমিকেরই গণ্ডি পার করেননি। তাঁরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেট কোথায় পাবেন? ২০০২ সালের আগেই যাঁদের বাবা বা মা মারা গিয়েছেন, তাঁরা কী করবেন? এসটি’রা এই দেশের আদি বাসিন্দা, সেটা কি নির্বাচন কমিশন জানে না? তৃণমূল নেতা দেবু টুডু বলেন, কমিশন বিজেপির নির্দেশে কাজ করতে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলেছে। ওরা জানে, এসসি বা এসটি’রা ওদের সঙ্গে নেই। সেই কারণেই নির্বাচন কমিশনকে দিয়ে ওরা এসটি, এসসি’দের নাম বাদ দিতে চাইছে। তবে, সেটা হলে ফল ভাল হবে না। আদিবাসীরা নির্বাচন কমিশনের অফিসে যাবেন।স্থানীয়দের দাবি, বিজেপির মাথাব্যথা মতুয়াদের নাম নিয়ে। এক সময় মতুয়াদের অনেকেই গেরুয়া শিবিরকে সমর্থন করেছিলেন। তাঁদের বহুজনের নাম তালিকা থেকে বাদ যেতে বসেছে। সব মতুয়া যাতে বিজেপির বিরুদ্ধে না যায়, তার জন্য তারা নাগরিকত্ব দেওয়ার টোপ দিয়ে রেখেছে। কিন্তু আদিবাসীদের নিয়ে তাদের মাথাব্যথা নেই। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাক এটা আমরা কখনই চাই না। নির্বাচন কমিশন নিশ্চয় সেটা করবে না।রাজনৈতিক মহলের মতে, পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মেমারি, কালনার মতো বিধানসভা কেন্দ্রগুলিতে বহু সংখ্যক আদিবাসী ভোট রয়েছে। তাঁদের অধিকাংশই এসআইআর নিয়ে সরব হয়েছেন।