• বাঁকুড়া ও আরামবাগে জাতীয় ভোটার দিবসে সৌজন্যের ছবি, বিজেপি নেতাকে গোলাপ দিয়ে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ ও বাঁকুড়া: রবিবার জাতীয় ভোটার দিবস পালনে পথচলতি বিজেপি নেতার হাতে গোলাপ ফুল তুলে দিলেন আরামবাগের সংসদ সদস্যা তৃণমূলের মিতালি বাগ। এদিন সকালে আরামবাগে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এই দৃশ্য দেখা যায়। তৃণমূলের কর্মসূচির সময় বিজেপির আরামবাগ পুরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌভিক কুণ্ডু বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে সামনে পেয়ে সাংসদ গোলাপ ফুল দেন। তৃণমূল কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানও দেন। সৌভিকবাবু অবশ্য ফুল নিয়ে ধন্যবাদ জানান। এই ঘটনায় বিবদমান দুই দলের মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে আরামবাগে।সাংসদ বলেন, এদিন আমরা জাতীয় ভোটার দিবস পালন করতে গিয়ে পথচলতি মানুষকে গোলাপ দিয়েছি। বর্তমানে এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষ শুনানিতে আসছে। তাদের প্রতি নির্বাচন কমিশন যেন একটু মানবিক হয়, তার আর্জি জানিয়েছি। বিজেপি এসআইআরের নাম করে নির্বাচন কমিশনের সাহায্যে ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে চাইছে। আমরা পথচলতি এক বিজেপি নেতাকে গোলাপ দিয়ে স্বাগত জানিয়েছি। ওই নেতা সাদরে তা গ্রহণ করেছেন। তিনি বিজেপি করতেই পারেন। কিন্তু প্রতিটি মানুষের ভোট যাতে সুরক্ষিত থাকে, আমাদের দল সেই কামনা করছে।সৌভিকবাবু বলেন, তৃণমূল জাতীয় ভোটার দিবস পালন করছিল। সেইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন সাংসদ গোলাপ ফুল দিয়েছেন। আমি তা নিয়েছি। নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছে। দেশের স্বার্থে এই কাজের দায়িত্ব আমরা এড়াতে পারি না। আমাদের ভোট সুরক্ষিতই আছে। এরজন্য নির্বাচন কমিশন আমাদের শুনানিতে ডাকলে যাব। শুধুমাত্র ভারতীয়দের ভোটদানের জন্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে তৃণমূল যেন উদ্যোগী হয়, আমরা তার আহ্বানও জানাচ্ছি।উল্লেখ্য, এদিন বিভিন্ন জায়গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সেই উপলক্ষ্যে তৃণমূলের নেতা-কর্মীরা আরামবাগে মহকুমা শাসকের অফিসের বাইরে জমায়েত করেন। সেখানে নির্বাচন দপ্তরের কর্মীদের হাতে গোলাপ ফুল দেন সাংসদ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এছাড়া, পথচলতি মানুষ, ব্যবসায়ীদেরও ফুল দেওয়া হয়। নতুন ভোটাররা যাতে তালিকায় নিজেদের নাম তোলেন, সেই আহ্বানও জানানো হয়। পাশাপাশি তৃণমূলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় শুনানির নামে নিত্যদিন মানুষ হয়রানির মধ্যে পড়ছে। অনেকে শুনানি কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়েছেন। বহু ভোটার, বিএলও আতঙ্কে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১২৬ জন মারা গিয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করে এদিন এসডিও অফিস চত্বরে দলীয় কর্মীরা নীরবতা পালন করেন। এই কর্মসূচিতে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূলের সভাপতি রূপক মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতা-কর্মীরা ছিলেন। পাশাপাশি, এদিন বাঁকুড়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালিত হয়। সেই উপলক্ষ্যে জেলা ও ব্লক স্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সকালে জেলা কালেক্টর থেকে একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করা হয়। বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন, অতিরিক্ত জেলাশাসক(নির্বাচন) নকুলচন্দ্র মাহাত প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। স্কুলের ছাত্রছাত্রীরাও ওই অনুষ্ঠানে যোগ দেয়। সদ্য আঠারো উত্তীর্ণদের ভোটার তালিকায় নাম তোলা এবং সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ব্যাপারে সচেতন করতে ট্যাবলোটি জেলাজুড়ে ঘুরবে। এমনই জানালেন প্রশাসনের আধিকারিকরা। এদিন বাঁকুড়া শহরের মাচানতলায় এসআইআরের প্রতিবাদে তৃণমূল বিক্ষোভ সভা করে। সেখানে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, পুরসভার চেয়ারপার্সন অলকা সেনমজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। বিজেপি নেতাকে গোলাপ ফুল সাংসদ মিতালি বাগের।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)