• কিশোরের মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ, দাসপুরে নার্সিংহোম ভাঙচুর
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ঘাটাল: চিকিৎসার গাফিলতিতে কিশোরের মৃত্যু হয়েছে। এমনই অভিযোগে দাসপুরের গৌরা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতের নাম সুশান্ত মাজি(১৭)। বাড়ি সাহাপুরে। ঘটনায় ক্ষুব্ধ পরিজনরা রবিবার বিকেলে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। ঘাটাল-মেচেদা রাস্তা অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পথ দুর্ঘটনায় জখম হয়েছিল সুশান্ত। তার ডান হাতে গুরুতর চোট লাগে। পরিবারের সদস্যরা তাকে গৌরার নার্সিংহোমে ভর্তি করেন। চিকিৎসক জানান, অস্ত্রোপচার প্রয়োজন। সেই মতো রবিবার বিকেলে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, ওটিতে ঢোকানোর কিছুক্ষণের মধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় সুশান্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা নার্সিংহোমে চড়াও হয়। ব্যাপক ভাঙচুর চালায়।ঘটনার পর থেকেই নার্সিংহোমের মালিক বলরাম সাউ পলাতক। উত্তেজনা চরম আকার নিলে ঘাটাল-মেচোগ্রাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা।দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও থমথমে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এনিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে সংশ্লিষ্ট চিকিৎসক বলেন, চিকিৎসার কোনও ভুল ছিল না। ওটিতে তোলার পরই সে ঘামতে শুরু করে। তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়।  পাঁশকুড়া রাজ্য সড়কের গৌরাতে রাস্তা অবরোধ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)