• টাকা লুটের চেষ্টা, স্বরূপনগরে আক্রান্ত বেসরকারি সংস্থার কর্মী
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: ঋণের কিস্তির টাকা আদায় করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বেসরকারি সংস্থার এক কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার শাঁড়াপুল নির্মাণ এলাকায়। আহতের নাম বিশ্বজিৎ মণ্ডল। বাড়ি স্বরূপনগরের নতুন গ্রাম এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিস তদন্ত নেমে রিপন মণ্ডল (৩৫) নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্বরূপনগর থানার পুলিস।পুলিস সূত্রের খবর, শনিবার রাতে বেসরকারি সংস্থার কর্মচারী বিশ্বজিৎ মণ্ডল ঋণের কিস্তি আদায় করে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের কবলে পড়েন। জানা গিয়েছে, এদিন সীমান্ত লাগোয়া গ্রাম স্বরূপনগরের বিথারী দত্তপাড়া সহ বেশ কিছু এলাকায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর কাছে ছিল কয়েক হাজার টাকা। আসার সময় ফাঁকা মাঠের সামনে তাঁর ব্যাগ ধরে টানাটানি করে তিন দুষ্কৃতী। তারা ওই টাকা লুট করার চেষ্টা করে বলে অভিযোগ। বিশ্বজিৎবাবু তা দিতে না চাইলে প্রথমে তাঁকে বেধড়ক মারধর করে এবং বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। বিশ্বজিৎবাবুর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই হাতেনাতে ধরে ফেলে এক দুষ্কৃতীকে। বাকি দু’জন চম্পট দেয়। স্থানীয়রা ওই দুষ্কৃতীকে ধরে পুলিসের হাতে তুলে দেন। এরপর বিশ্বজিৎবাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।আক্রান্ত বিশ্বজিৎবাবু বলেন, ঋণের কিস্তির টাকা আদায় করে বাড়ি ফিরছিলাম। সেই সময় তিনজন যুবক আমার পথ আটকায়। আমার কাছে নগদ টাকা ছিল। আমি দিতে অস্বীকার করলে আমাকে বেধড়ক মারধর করে। একজন পকেট থেকে বন্দুক বার করে আমার মাথায় ও চোখে আঘাত করে। আমি চিৎকার করলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন। আমি দুষ্কৃতীদের কাউকে চিনতে পারিনি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)