• ১০ লক্ষের অপারেশনও ফ্রি রোবোটিক সার্জারিতে হাফ সেঞ্চুরি পিজি’র
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হয়েছিল গত বছরের শেষার্ধ্বে। জানুয়ারির মধ্যেই রোবোটিক সার্জারিতে হাফ সেঞ্চুরি করে ফেলল পিজি হাসপাতাল। গলব্লাডার, হার্নিয়া থেকে শুরু করে ক্যান্সারের জটিল সার্জারি বা সিস্টের অপারেশন— সবই হল নিরাপদে।জেনারেল সার্জারি, গাইনি ও ইউরোলজি— এই তিন বিভাগের ছ’জন রোবোটিক সার্জারিতে প্রশিক্ষিত চিকিৎসক অনুমতি পেয়েছিলেন এই ধরনের অপারেশন করার। এখনও পর্যন্ত ৫৫টি অপারেশন করে ফেলেছেন তাঁরা। এর মধ্যে পিজিতেই করা হয়েছে ৫৩টি। দু’টি অপারেশন করা হয়েছে পিজি’র বাজেট হাসপাতাল অনন্যতে। রোবোটিক সার্জারির টিমের অন্যতম সদস্য বিশিষ্ট সার্জন ডাঃ দীপ্তেন্দ্রকুমার সরকার বলেন, ‘অনেক কম সময়ে, কম রক্তপাতে অপারেশনগুলি করা গিয়েছে। অপারেশন অনেক বেশি নিখুঁত হয়েছে। ক্যান্সার সার্জারি বাদে কমবেশি সব অপারেশনেই ৪৮ ঘণ্টা পর রোগীরা বাড়ি ফিরতে পেরেছেন। চিকিৎসকরা জানান, কয়েক কোটি টাকার রোবটে যেসব অপারেশন এখানে বিনামূল্যে হল (অনন্য বাদে), সেগুলি শহরের প্রথম সারির কর্পোরেট হাসপাতালে করতে খরচ পড়ত কমপক্ষে ২ থেকে ১০ লক্ষ টাকা।কী কী রোবোটিক অপারেশন হল পিজিতে? হাসপাতাল সূত্রে খবর, সাধারণ এবং হায়াটাল হার্নিয়া (যখন ডায়াফার্মের মধ্যে ঢুকে যায় পাকস্থলীর অংশ), গলব্লাডারের স্টোন, রেকটাল ক্যান্সার, কোলন ক্যান্সার, রেকারেন্ট রেট্রোপেরিটোনিয়াম সারকোমা (কিডনি ও কোলনের পিছনদিকের ক্যান্সার), রেকারেন্ট অ্যাবডোমিনাল সিস্ট, কিডনি ও ইউরেটারের সংযোগস্থলের ত্রুটি সংশোধন, প্রস্টেট ক্যান্সার, কিডনি বাদ দেওয়া, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ইউটেরাস বাদ দেওয়া সহ আরও অনেক ধরনের অপারেশন।প্রসঙ্গত, গত বছর আগস্টে সাড়ে ৬ কোটি টাকা দামের আধুনিক রোবটের যন্ত্রাংশগুলি ধাপে ধাপে চলে আসে পিজিতে। বসে নতুন আউটডোর বাড়ির পাঁচতলার রোবোটিক সার্জারি অপারেশন থিয়েটারে। রোবটের দাম, অপারেশন থিয়েটার সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং পূর্তদপ্তরের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের খরচ ধরলে এই পুরো প্রকল্পখাতে মোট খরচ হেয়েছে আট কোটি টাকার বেশি।গত বছর ২৩ সেপ্টেম্বর প্রথম রোবোটিক সার্জারি হয়। প্রথম দিন হয়েছিল গলব্লাডার অপারেশন। দ্বিতীয়টি ছিল সম্পূর্ণ জরায়ু বাদ দেওয়া বা টোটাল রোবোটিক হিস্টেরেকটমি। দু’টি অপারেশনই সফল হয়েছিল।
  • Link to this news (বর্তমান)